বন্যার্তদের ৫ কোটি টাকা অনুদান দিলো পূবালী ব্যাংক
প্রেস বিজ্ঞপ্তি || রাইজিংবিডি.কম
ভারী বৃষ্টি ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের কারণে বাংলাদেশের দক্ষিণ-পূর্বাঞ্চল ও উত্তর-পূর্বাঞ্চলের অন্তত ১১টি জেলায় ভয়াবহ বন্যা পরিস্থিতি সৃষ্টি হয়েছে। এ বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে প্রায় অর্ধকোটি মানুষ। শত শত বাড়িঘর ও কৃষি জমি পানির নিচে তলিয়ে গেছে, মানুষের স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হয়েছে এবং অসংখ্য পরিবার আশ্রয়হীন হয়ে পড়েছে। এই বিপর্যয়ে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে দেশের প্রান্তিক ও নিম্ন আয়ের জনগোষ্ঠী।
পূবালী ব্যাংক পিএলসি সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে প্রধান উপদেষ্টার ত্রাণ ও কল্যাণ তহবিলে পাঁচ কোটি টাকা অনুদান প্রদান করেছে।
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুক ই আজমের কাছে পূবালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মোহাম্মদ আলী অনুদানের চেক হস্তান্তর করেন। এসময় ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক মো. শাহনেওয়াজ খান এবং জনসংযোগ কর্মকর্তা ও সহকারী মহাব্যবস্থাপক মোহাম্মদ মিজানুর রহমান উপস্থিত ছিলেন।
এছাড়া, বন্যার্তদের জন্য ব্যাংকের সব কর্মকর্তা ও কর্মচারী তাদের একদিনের বেতনের সমপরিমাণ অর্থ এক কোটি টাকার ত্রাণ সামগ্রী ব্যাংকের নিজস্ব ব্যবস্থাপনায় বন্যাকবলিত বিভিন্ন এলাকায় সরাসরি বিতরণ করবে।
ঢাকা/ইভা