ওয়ালটন বার্ষিক ক্রীড়া উৎসব
বিএলডিসি-ডায়নামিক মিররের ড্র, অ্যাভেঞ্জার্সের জয়
নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম
গাজীপুরের চন্দ্রায় ওয়ালটন হাই-টেক পার্কে চলছে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ২০২৪। ফুটবল টুর্নামেন্টে হচ্ছে জমজমাট লড়াই।
গত মঙ্গলবার (৫ নভেম্বর গ্রুপপর্বের ম্যাচে মুখোমুখি হয় বিএলডিসি ও ডায়নামিক মিরর এবং স্পাইডার অ্যাভেঞ্জার্স ও পিক্সেল। বিএলডিসি ও ডায়নামিক মিররের ম্যাচটি শেষ হয় গোলশূন্য ড্রয়ের মধ্য দিয়ে। অন্যদিকে স্পাইডার অ্যাভেঞ্জার্সের কাছে ২-১ গোলে হেরেছে পিক্সেল।
বিএলডিসি ও ডায়নামিক মিররের ম্যাচে এমার্জিং প্লেয়ার অব দ্য ম্যাচের পুরস্কার জিতে নেন অপূর্ব। ম্যাচ সেরা হন জয় শাহা। এদিকে দিনের স্পাইডার অ্যাভেঞ্জার্স ও পিক্সেলের ম্যাচে এমার্জিং প্লেয়ার অব দ্য ম্যাচের পুরস্কার জিতে নেন মোবারক হোসাইন। ম্যাচ সেরা হন রবিউল হাসান।
মাঠে উপস্থিত হয়ে ম্যাচ দুটি উপভোগ করেন ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজ পিএলসির ম্যানেজিং ডিরেক্টর এস এম মাহবুবুল আলম, ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর ইউসুফ আলীসহ ওয়ালটনের ঊর্দ্ধতন কর্মকর্তাগণ।
ম্যাচ শেষে ওয়ালটন হাই টেকের এমডি এস এম মাহবুবুল আলম বলেন, প্রতি বছরের মতো এবারো হচ্ছে ক্রীড়া উৎসব। ওয়ালটন পরিবারের সদস্যদের আনন্দ প্রদানই এর মূল উদ্দেশ্য। এ ধরনের ক্রীড়া অনুষ্ঠানের মাধ্যমে পরিবারের সদস্যরা শারীরিকভাবে সুস্থ থাকবেন।
গত ৭ সেপ্টেম্বর থেকে ওয়ালটন হাইটেক পার্কের বিভিন্ন অপারেটিং বিভাগ এবং ইউনিটে কর্মরত কর্মীদের ৩২টি দলের অংশগ্রহণে শুরু হয়েছে ফুটবল টুর্নামেন্ট। টুর্নামেন্টে অংশ নেওয়া দলগুলোর মধ্যে ‘এ’ গ্রুপে রয়েছে টিঅ্যান্ডটি, অ্যাভেঞ্জার্স, টার্বো টাইটান্স ও কম্পোজিট টাইটান। ‘বি’ গ্রুপে পাওয়ার আপ, পিক্সেল, টিম ওয়েইবিট ও স্পাইডার অ্যাভেঞ্জার্স। ‘সি’ গ্রুপে রয়েছে ডাইনামিক মিরর, অপ্টি-কুল প্রাইম, বিএলডিসি ও বেঙ্গলস ম্যাগপাই। ‘ডি’ গ্রুপে গেম চেঞ্জার, টিম গ্রাভিটন, সাইক্লোন ফাইটার ও প্রমত্ত পদ্মা। ‘ই’ গ্রুপে রয়েছে মেটাল টাইটান্স, ডিজিটেক ওয়ারিয়র্স, লুমেন ও গ্ল্যাডিয়েটর্স। ‘এফ’ গ্রুপে দুরবিন, নেক্সজি সুপার জায়ান্ট, পাওয়ার স্টারস ও ফ্লাইং ঈগলস। ‘জি’ গ্রুপে স্নাপ ড্রাগন, এফসি অ্যাভেঞ্জার্স, নাইন ঈগলস ও সিএফসিএলটি। ‘এইচ’ গ্রুপে ফ্রিসিয়া, ফাইটার্স থ্রি, স্পার্টান্স ও টিম হাইব্রিড।
প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন ও রানার্স আপ টিমের জন্য থাকবে আকর্ষণীয় পুরস্কার এবং উভয় দলের সকল সদস্যের জন্য থাকবে বিশেষ পুরস্কার।
এই আয়োজনের তত্ত্বাবধানে রয়েছেন ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজ পিএলসির ডিএমডি ইউসুফ আলী। স্পোর্টস কমিটির সভাপতি হিসেবে আছেন সিনিয়র এক্সিকিউটিভ ডিরেক্টর সোহেল রানা। স্পোর্টস কো-অর্ডিনেটর সিনিয়র এডিশনাল এক্সিকিউটিভ ডিরেক্টর মুজাহিদুল ইসলাম। এছাড়া সহযোগিতায় রয়েছে অ্যাডমিন, সিকিউরিটি টিমসহ অন্যান্যরা।
উল্লেখ্য, শ্রমিকদের নানা দাবি-দাওয়ার প্রেক্ষিতে গাজীপুর, সাভার ও আশুলিয়া শিল্পাঞ্চলে চলছে অস্থিরতা। অনেক কলকারখানা এই অস্থিরতায় বন্ধ রয়েছে। তবে চন্দ্রায় অবস্থিত ওয়ালটন হাইটেক পার্কের চিত্র ভিন্ন। সেখানে হাজার হাজার শ্রমিক, কর্মকর্তা, কর্মচারী মেতে উঠেছেন ফুটবল উৎসবে। সারাদিন কাজ শেষে বিকেল ও সন্ধ্যায় তারা ফুটবল টুর্নামেন্টে অংশ নেন, আনন্দ উপভোগ করেন। সব মিলিয়ে ওয়ালটন হাই টেক পার্কে তৈরি হয়েছে খেলাধুলার উৎসবমুখর পরিবেশ। ওয়ালটনের ঊর্দ্ধতন কর্মকর্তাগণ স্বশরীরে উপস্থিত থেকে এই উৎসবের আমেজ আরো বাড়িয়ে তুলেছেন।