অনলাইনে ওয়ালটন প্লাজায় পণ্য কিনলে ২২,২৪৮ টাকা পর্যন্ত সাশ্রয়
এখন ঘরে বসেই পণ্য কেনার সুযোগ দিচ্ছে দেশের ইলেকট্রনিক্স পণ্যের শীর্ষ অনলাইন সেলস প্ল্যাটফর্ম ওয়ালটন ই-প্লাজা। সারাবছরই গ্রাহকরা পাচ্ছেন নানা ধরনের সুবিধা। এরই ধারাবাহিকতায় ওয়ালটন প্লাজার ওয়েবসাইট (waltonplaza.com.bd) থেকে ওয়ালটনের নির্দিষ্ট মডেলের এয়ারকন্ডিশনার, টেলিভিশন, ওয়াশিং মেশিন এবং ওয়াটার পিউরিফায়ার কিনে সর্বোচ্চ ২৫ শতাংশ তথা ২২ হাজার ২৪৮ টাকা পর্যন্ত ছাড় পাচ্ছেন গ্রাহকরা।
ওয়ালটন ইপ্লাজার ‘সুপার সেভার নভেম্বর ডিল’ ক্যাম্পেইনের আওতায় এসব সুবিধা পাবেন গ্রাহকরা। পণ্য কেনায় এসব সুবিধা পাওয়া যাবে ২৫ থেকে ৩০ নভেম্বর পর্যন্ত।
দেশব্যাপী অনলাইনে ওয়ালটন প্লাজার ওয়েবসাইট থেকে পণ্য কিনে যে কোনো ব্যাংকের নেক্সাস, ভিসা ও মাস্টার কার্ডের মাধ্যমে মূল্য পরিশোধ করলেই এ ছাড় পাওয়া যাবে।
এর মাধ্যমে ডিজিটাল পেমেন্ট গেটওয়ে ব্যবহার করে ক্রেতারা দেশীয় পণ্য কিনতে অভ্যস্ত হবেন বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
ওয়ালটন ই-প্লাজার ক্যাম্পেইন ম্যানেজমেন্ট ও ব্র্যান্ড কো-অর্ডিনেটর নাফিস ইসতিয়াক জানিয়েছেন, অনলাইনে ই-প্লাজা থেকে ওয়ালটন পণ্য কেনায় ক্রেতারা পাচ্ছেন ফ্রি হোম ডেলিভারি সুবিধা। আছে ক্যাশ অন ডেলিভারিতে পণ্য কেনার সুযোগ। ক্রেডিট কার্ডে ইএমআইর আওতায় ১২ মাসের জিরো ইন্টারেস্ট সুবিধায় পণ্য কেনার সুযোগও দিচ্ছে ওয়ালটন ই-প্লাজা।
নাফিস ইসতিয়াক আরও জানান, বিশ্বের যে কোনো স্থানে বসেই ফ্রিজ, এসি, টিভি, ডেস্কটপ ও ল্যাপটসহ সব ধরনের ওয়ালটন পণ্য অনলাইনে কেনার সুযোগ রয়েছে। ওয়ালটন প্লাজার ওয়েবসাইট থেকে ক্রেতারা পণ্য কেনার অর্ডার বা ফরমায়েশ দিতে পারবেন। অনলাইন থেকে কেনা পণ্য ৭০০টিরও বেশি ওয়ালটন প্লাজার মাধ্যমে সারা দেশে ডেলিভারি দেওয়া হচ্ছে।
এছাড়া, বাংলাদেশে প্রচলিত ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড নেক্সাস, ভিসা ও মাস্টার কার্ড, ইন্টারনেট ব্যাংকিংসহ, বিকাশ ও রকেটের মতো মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমেও অনলাইন থেকে কেনা ওয়ালটন পণ্যের মূল্য পরিশোধ করা যাচ্ছে সহজেই।
ঢাকা/একরাম/রফিক