লাক্সারিয়াস ব্রাইডাল ও ফ্যাশন অ্যাটায়ারের নতুন অধ্যায়ের সূচনা
বাংলাদেশের ফ্যাশন জগতে নতুন আভিজাত্য এবং বিলাসিতার প্রতীক ‘সভ্যতা বাই রিফাহ’ (SAVVATA BYRIFAH)।
শুক্রবার (৬ ডিসেম্বর) আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে ব্র্যান্ডটি। গুলশান অ্যাভিনিউতে অবস্থিত ব্র্যান্ডটির আউটলেটে জমকালো উদ্বোধনী অনুষ্ঠানের মধ্যে দিয়ে আত্মপ্রকাশ করেছে তারা।
‘সভ্যতা বাই রিফাহ’ ফ্যাশনপ্রেমীদের জন্য নিয়ে এসেছে আন্তর্জাতিকমানের সব ডিজাইনের বিলাসবহুল পোশাকের সমাহার। ব্র্যান্ডটি বিশেষভাবে বিলাসবহুল ব্রাইডাল লেহেঙ্গা, গাউন, শারারা, কামিজ, শাড়ি, শেরওয়ানি, পাঞ্জাবি এবং ইন্ডো সেটের মতো পোশাকের দিকে নজর দিয়েছে।
প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা রিফাহ তাসনিয়া স্বর্ণা বলেন, “আমরা গুণগত মান, আরামদায়ক এবং আভিজাত্যের ওপর জোর দিয়ে এগিয়ে যেতে চাই। আমাদের লক্ষ্য এমন একটি ব্র্যান্ড তৈরি করা যা বিশ্বমানের ডিজাইনের মাধ্যমে গ্রাহকদের রুচি ও আভিজাত্যের স্বপ্নপূরণ করবে।”
ব্র্যান্ডটির আত্মপ্রকাশ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ওয়ালটন গ্রুপের চেয়ারম্যান এস এম নুরুল আলম রেজভী। আরও উপস্থিত ছিলেন জনপ্রিয় তারকা সালমান মুক্তাদির ও তার স্ত্রী দিশা ইসলাম।
উদ্বোধনী অনুষ্ঠানের বিশেষ আকর্ষণ হিসাবে ৭ দিনের স্পেশাল ডিসকাউন্ট অফার ঘোষণা করেছে প্রতিষ্ঠানটি।
‘সভ্যতা বাই রিফাহ’র ডিজাইনগুলো আধুনিক এবং প্রচলিত স্টাইলের সাথে বিলাসবহুল পোশাকের নিখুঁত পরিচায়ক। প্রতিটি পোশাকেই মানসম্মত ফেব্রিকসের পাশাপাশি নামিদামি ব্র্যান্ডের ডিজাইনারদের দিয়ে রুচিশীলতা ফুটিয়ে তোলা হয়েছে। এই পোশাকগুলো শুধু পরিধান করতে আরামদায়কই নয়, বরং বৈশ্বিক মানের ডিজাইনও ফুটিয়ে তোলা হয়েছে।
ঢাকা/শুভ/হাসান/সাইফ