ঢাকা     শনিবার   ১৪ ডিসেম্বর ২০২৪ ||  অগ্রহায়ণ ৩০ ১৪৩১

দেশব্যাপী ওয়ালটন প্লাজার ফ্রি মেডিকেল ক্যাম্প 

ময়মনসিংহ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:৩২, ১৪ ডিসেম্বর ২০২৪  
দেশব্যাপী ওয়ালটন প্লাজার ফ্রি মেডিকেল ক্যাম্প 

ময়মনসিংহ শহরের স্টেশন রোড ওয়ালটন প্লাজার উদ্যোগে কালিবাড়ি মিলগেট বাজারে ফ্রি মেডিকেল ক্যাম্প করা হয়

গ্রাহকদের বিনামূল্যে চিকিৎসাসেবা দেওয়ার লক্ষ্যে সারা দেশে ফ্রি মেডিকেল ক্যাম্প শুরু করেছে ওয়ালটন প্লাজা। সম্প্রতি ময়মনসিংহ শহরের স্টেশন রোড ওয়ালটন প্লাজার উদ্যোগে কালিবাড়ি মিলগেট বাজারে ওয়ালটন পণ্যের গ্রাহক ও অসহায় নিম্নবিত্ত মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা দেওয়ার মধ্যে দিয়ে ওয়ালটন প্লাজার ফ্রি মেডিকেল ক্যাম্প কর্মসূচি শুরু করা হয়। 

ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসির ব্যবস্থাপনা পরিচালক এস এম মাহবুবুল আলম ও ওয়ালটন প্লাজার ম্যানেজিং ডিরেক্টর মোহাম্মদ রায়হান ভার্চুয়ালি যুক্ত হয়ে এ কার্যক্রমের উদ্বোধন করেন।

এ সময় উপস্থিত ছিলেন ওয়ালটন প্লাজার চিফ  ডিভিশনাল অফিসার অজিত কুমার দাস, ক্রেডিট ম্যানেজার মো. মনোয়ার হোসেন, আরএসএম জামিল হোসেন, আরসিএম আতিকুর রহমান, রেশন রোড ওয়ালটন প্লাজার শাখা ম্যানেজার হামিদুল হকসহ বিভিন্ন প্লাজার ম্যানেজাররা।

প্লাজা ম্যানেজার হামিদুল হক বলেছেন, ‘‘ওয়ালটন শুধু পণ্যই বিক্রি করে না, বিভিন্ন ধরনের মানবসেবামূলক কর্মকাণ্ডও পরিচালনা করে থাকে। এরই ধারাবাহিকতায় ফ্রি মেডিকেল ক্যাম্পের মাধ্যমে স্থানীয় দরিদ্র ও অসহায় মানুষদের বিনামূল্যে চিকিৎসাসেবা দেওয়া হচ্ছে।” 

তিনি জানান, ময়মনসিংহ নগরীর পাঁচটি বেসরকারি হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারের সঙ্গে ওয়ালটন প্লাজার স্বাস্থ্যসেবা চুক্তি আছে। সেখানে ওয়ালটনের গ্রাহকদের জন্য চিকিৎসা ক্ষেত্রে বিশেষ ছাড়ের ব্যবস্থা রয়েছে।

পর্যায়ক্রমে দেশের সব ওয়ালটন প্লাজা স্ব স্ব স্থানে ফ্রি মেডিকেল ক্যাম্প কার্যক্রম পরিচালনা করবে। 

ঢাকা/মিলন/একরাম/রফিক


সর্বশেষ

পাঠকপ্রিয়