ঢাকা     রোববার   ১৪ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ৩০ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

বিজয় দিবসে জাতীয় স্মৃতিসৌধে রূপালী ব্যাংকের শ্রদ্ধা

প্রেস বিজ্ঞপ্তি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:১৮, ১৬ ডিসেম্বর ২০২৪  
বিজয় দিবসে জাতীয় স্মৃতিসৌধে রূপালী ব্যাংকের শ্রদ্ধা

মহান বিজয় দিবস উপলক্ষে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করেছে রাষ্ট্রায়ত্ত রূপালী ব্যাংক পিএলসি।

সোমবার (১৬ ডিসেম্বর) সাভারের জাতীয় স্মৃতিসৌধে ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (ভারপ্রাপ্ত) পারসুমা আলম।

এদিন সকালে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে মহান বিজয় দিবসের কর্মসূচি শুরু করে ব্যাংকটি।

এ সময় ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক হাসান তানভীর, মহাব্যবস্থাপক মোহাম্মদ সাফায়েত হোসেন, মো. মঈনুদ্দিন মাসুদ, সালামুন নেছা, আবু নাসের মো. মাসুদ ও মো. নোমান মিয়াসহ ব্যাংকের সর্বস্তরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

এছাড়াও রূপালী ব্যাংক কর্মচারী সংঘের নেতৃত্বেও জাতীয় স্মৃতিসৌধে পুষ্পার্ঘ্য অর্পণ করা হয়।

ঢাকা/এনএইচ

সর্বশেষ

পাঠকপ্রিয়