ঢাকা     বৃহস্পতিবার   ২৬ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ১১ ১৪৩১

রাজধানীতে ‘হায়ার বাংলাদেশে’র নতুন শোরুম উদ্বোধন

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২১:০১, ২৫ ডিসেম্বর ২০২৪  
রাজধানীতে ‘হায়ার বাংলাদেশে’র নতুন শোরুম উদ্বোধন

হোম অ্যাপ্লায়েন্স প্রোডাক্টের বিশ্বের শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান হায়ার রাজধানীর ধানমন্ডিতে নতুন একটি শোরুম উদ্বোধন করেছে। এটি হায়ারের সমৃদ্ধি এবং গ্রাহকদের উচ্চমানের, উদ্ভাবনী হোম সমাধান প্রদানের প্রতিশ্রুতির একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।

বুধবার (২৫ ডিসেম্বর) ধানমন্ডির ৭৫ সাত মসজিদ রোডে নতুন এই শোরুমের উদ্বোধন করা হয়। এই ফ্ল্যাগশিপ শোরুমে অবসরে ঢাকাবাসীর কেনাকাটার জন্য থাকবে প্রিমিয়াম ডিসপ্লে সুবিধা।

হায়ার বাংলাদেশের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর মি. ওয়াং শিয়াংজিং প্রধান অতিথি হিসেবে শোরুমটি উদ্বোধন করেন। এ সময় স্থানীয় স্বনামধন্য ব্যবসায়ীরাও উপস্থিত ছিলেন।

এ সময় ওয়াং শিয়াংজিং বলেন, ‘‘আমরা এই নতুন শোরুম খুলতে পেরে এবং আমাদের গ্রাহকদের সাথে আরও গভীর সংযোগ করতে পেরে রোমাঞ্চিত।”

তিনি এই আয়োজনকে হায়ারের লেটেস্ট পণ্য প্রদর্শনের  এবং গ্রাহকদের আরও সুবিধাজনক এবং টেকসই করে এমন সমাধান প্রদান চালিয়ে যাওয়ার একটি সুযোগ বলে মন্তব্য করেন।

ধানমন্ডির মতো অভিজাত এলাকায় চালু হওয়া এই শোরুমে থাকবে পণ্য পছন্দের আধুনিক সব সুযোগ-সুবিধা।

থাকবে স্মার্ট টিভি থেকে শুরু করে এনার্জি সেভিং ওয়াশিং মেশিন পর্যন্ত হায়ারের প্রযুক্তি কীভাবে গ্রাহকদের দৈনন্দিন জীবনকে উন্নত করে তা দেখার সুযোগ।

শোরুমটি উদ্বোধন উপলক্ষে থাকবে বেশকিছু কম্বো অফার। এর মধ্যে রয়েছে, দেড় টন এসি ও ১৫ লিটার ওয়াটার হিটার মাত্র ৬৫ হাজার টাকা এবং ৫৫ ইঞ্চি টিভি ও ৭ কেজির টপ লোড ওয়াশিং মেশিন মাত্র ৮০ হাজার  টাকা, ৬৮০ লিটারের রেফ্রিজারেটর ও ৭ কেজির টপ লোড ওয়াশিং মেশিন মাত্র দেড় লাখ টাকায় কম্বো অফার। সাথে থাকছে একটি আকর্ষণীয় গিফট বক্স।

হায়ার বাংলাদেশে নিয়ে এসেছে বেশকিছু চমকপ্রদ পণ্য। এর মধ্যে রয়েছে দেশে প্রথমবারের মতো সোলার হাইব্রিড এসি, এস৯০০ সিরিজের কিউএলইডি টিভি, কম্বি সিরিজ ওয়াশার ড্রায়ার, মাইনাস ৩০ ডিগ্রি সেলসিয়াস সুপার ফ্রিজিং এবং বাংলাদেশে প্রথমবারের মতো শক প্রুপ ওয়াটার হিটার।

উন্নত জীবন এবং ডিজিটাল রূপান্তর সমাধানের বিশ্বের শীর্ষস্থানীয় প্রদানকারী হিসেবে হায়ার বাংলাদেশ লিমিটেড ক্রমাগত উদ্ভাবন এবং নতুন প্রযুক্তিসহ বাংলাদেশের ব্যবহারকারীদের জন্য একটি উন্নত হোম অভিজ্ঞতা প্রদানের জন্য প্রতিশ্রুতিবদ্ধ।

ঢাকা/হাসান/সাইফ


সর্বশেষ

পাঠকপ্রিয়