ঢাকা     মঙ্গলবার   ০৭ জানুয়ারি ২০২৫ ||  পৌষ ২৩ ১৪৩১

ওয়ালটন প্লাজার সঙ্গে মাল্টিব্র্যান্ড ওয়ার্কশপ লিমিটেডের চুক্তি

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:৪০, ৫ জানুয়ারি ২০২৫   আপডেট: ০৯:৪৪, ৫ জানুয়ারি ২০২৫
ওয়ালটন প্লাজার সঙ্গে মাল্টিব্র্যান্ড ওয়ার্কশপ লিমিটেডের চুক্তি

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে ওয়ালটন প্লাজা ও মাল্টিব্র্যান্ড ওয়ার্কশপ লিমিটেডের ঊর্ধ্বতন কর্মকর্তারা 

দেশের ইলেকট্রনিক্স পণ্যের বিক্রয় ও সেবাদানকারী শীর্ষ প্রতিষ্ঠান ওয়ালটন প্লাজার সঙ্গে মাল্টিব্র্যান্ড ওয়ার্কশপ লিমিটেডের একটি সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়েছে।

চুক্তির আওতায় ওয়ালটন প্লাজা পরিবারের সদস্যরা এবং ওয়ালটন প্লাজার কিস্তি ক্রেতা সুরক্ষা কার্ডধারীরা মাল্টিব্র্যান্ড ওয়ার্কশপে সার্ভিসে ২০ শতাংশ পর্যন্ত বিশেষ সুবিধা পাবেন।  অপরদিকে চুক্তির অধীনে মাল্টিব্র্যান্ড ওয়ার্কশপের কর্মকর্তা-কর্মচারীরা ওয়ালটন প্লাজা থেকে ওয়ালটন ব্র্যান্ডের পণ্য কেনায় ১০ শতাংশ পর্যন্ত ছাড় পাবেন।

এই উপলক্ষে বৃহস্পতিবার (২ জানুয়ারি, ২০২৫) রাজধানীতে ওয়ালটন করপোরেট অফিসে আয়োজিত ‘এমওইউ সাইনিং সেরেমনি’ শীর্ষক প্রোগ্রামে পারস্পরিক সমঝোতা চুক্তি স্বাক্ষর করেছে এই দুই প্রতিষ্ঠান।

অনুষ্ঠানে ওয়ালটন প্লাজার ব্যবস্থাপনা পরিচালক মো. রায়হান ও মাল্টিব্র্যান্ড ওয়ার্কশপ লিমিটেডের এক্সিকিউটিভ ডিরেক্টর মাসুদ করিম চৌধুরী নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ওয়ালটন প্লাজার চিফ সেলস এক্সিকিউটিভ ওয়াহিদুজ্জামান তানভীর, হেড অব এইচআরএম ফয়সাল ওয়াহিদ, মাল্টিব্র্যান্ড ওয়ার্কশপ এর অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার লুৎফুর রহমান এবং সিনিয়র এক্সিকিউটিভ নূরুল আমিনসই উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

ঢাকা/মাহফুজ/ইভা 


সর্বশেষ

পাঠকপ্রিয়