ঢাকা     বৃহস্পতিবার   ০৬ মার্চ ২০২৫ ||  ফাল্গুন ২১ ১৪৩১

অগ্নি নির্বাপণে বিশেষ অবদান

পুরস্কার পেলেন ওয়ালটনের গৌরীপুর সার্ভিস পয়েন্টের কর্মকর্তারা  

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:৫৫, ১ ফেব্রুয়ারি ২০২৫  
পুরস্কার পেলেন ওয়ালটনের গৌরীপুর সার্ভিস পয়েন্টের কর্মকর্তারা  

অগ্নি নির্বাপণে বিশেষ অবদান রাখায় পুরস্কার পেলেন ওয়ালটনের গৌরীপুর সার্ভিস পয়েন্টের কর্মকর্তারা।   সম্প্রতি তাদের পুরস্কার দেওয়া হয়। 

গত বছরের ১৮ নভেম্বর ওয়ালটন সার্ভিস ম্যানেজমেন্ট সিস্টেমের আওতাধীন গৌরীপুর সার্ভিস পয়েন্টের ভবনে ইলেকট্রিক শট সার্কিট থেকে আগুন লাগে। ওই সার্ভিস পয়েন্টে কর্মরত কর্মীরা বিচক্ষণতার সঙ্গে তাৎক্ষণিক আগুন নিয়ন্ত্রণে আনেন। তাদের এই পদক্ষেপের কারণে  প্রাণহানী ও বড় ধরনের ক্ষতি হয়নি। 

অগ্নি নির্বাপণ ও দুর্ঘটনা রোধে গৌরীপুর সার্ভিস পয়েন্টের কর্মীদের বিচক্ষণতা ও দায়িত্বশলতার কারণে তাদের সবাইকে বিশেষ প্রশংসাপত্র ও আর্থিক প্রণোদনা প্রদান করে ওয়ালটন কাস্টমার সার্ভিস ম্যানেজমেন্ট। 

গত ২৮ জানুয়ারি ওয়ালটন ওয়ালটন কাস্টমার সার্ভিস ম্যানেজমেন্টের চিফ সার্ভিস অফিসার মো. নিয়ামুল হক, হেড অব ইনভেস্টিগেশন ম্যানেজমেন্ট অরুপ সাহা, ইনভেস্টিগেশন ম্যানেজমেন্ট প্রতিনিধি রুহুল ইসলাম রনি, হেড অব ইএইচএস (সিএসএম) মো. মাহমুদুর রহমান, ডিভিশনাল সার্ভিস অফিসার মনিসংকর সিকদার উপস্থিত থেকে গৌরীপুর সার্ভিস পয়েন্টের কর্মরত সবার হাতে পুরষ্কার তুলে দেন।

ঢাকা/আকরাম/ইভা 


সর্বশেষ

পাঠকপ্রিয়