আমিন জুয়েলার্সের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন জয়া আহসান
প্রেস বিজ্ঞপ্তি || রাইজিংবিডি.কম

জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত দুই বাংলার নন্দিত অভিনেত্রী জয়া আহসান সম্প্রতি আমিন জুয়েলার্সের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে যুক্ত হয়েছেন।
এ উপলক্ষে বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) বসুন্ধরা সিটি শপিং মলের লেভেল-৭, ব্লক-বিতে অবস্থিত আমিন জুয়েলার্সের ফ্ল্যাগশিপ স্টোর পরিদর্শন করেন তিনি।
এই আয়োজনে জয়া আহসান ব্র্যান্ডটির সৃজনশীল ডিজাইন, গুণগত মান ও ঐতিহ্যের প্রতি তার আস্থার কথা তুলে ধরেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আমিন জুয়েলার্সের বিজনেস ডেভেলপমেন্ট বিভাগের সিনিয়র কনসালট্যান্ট মির্জা সাইদুল ইসলাম বেগ ও প্রতিষ্ঠানটির বিজ্ঞাপন সহযোগী অ্যাডপেরিয়েন্স লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর আশরাফুল আলম।
এ ছাড়া অনুষ্ঠানে উপস্থিত অতিথি, গ্রাহক ও গহনা প্রেমীদের জন্য বিশেষ কালেকশনের প্রদর্শনী ছিল।
এ প্রসঙ্গে আমিন জুয়েলার্স এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, প্রতিষ্ঠানটির সঙ্গে জয়া আহসানের এই নতুন যাত্রা ব্র্যান্ডটিকে আরও
সমৃদ্ধ করার পাশাপাশি গ্রাহকদের মধ্যে নতুন উদ্দীপনা তৈরি করবে।
জয়া আহসানকে সর্বশেষ দেখা গেছে ‘বাগান বিলাস’ শিরোনামের একটি মিউজিক ভিডিওতে। এতে জয়ার সঙ্গে অভিনয় করেছেন সংগীতশিল্পী প্রীতম হাসান ও এলিটা করিম। এটি মূলত প্রীতম ও এলিটারই গান। ভিডিও পরিচালনা করেছেন সাদিয়া ইসলাম রোজা।
ঢাকা/এনএইচ