ঢাকা     বুধবার   ৩০ এপ্রিল ২০২৫ ||  বৈশাখ ১৭ ১৪৩২

পহেলা বৈশাখে বসুন্ধরা সিটিতে ফ্ল্যাশ মব

প্রেস বিজ্ঞপ্তি  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:৫৭, ১৫ এপ্রিল ২০২৫  
পহেলা বৈশাখে বসুন্ধরা সিটিতে ফ্ল্যাশ মব

পহেলা বৈশাখে ঢাকার বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্সে ‘ক্ল্যাসিকাল ফ্ল্যাশ মব’ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৪ এপ্রিল) বিকেলে বাংলা নববর্ষকে বরণ করতে ঐতিহ্যবাহী ঢাকঢোলের সমন্বয়ে এই ‘ফ্ল্যাশ মবের’ আয়োজন করা হয়।

‘আইলো আইলো আইলো রে, রঙ্গে ভরা বৈশাখ আবার আইলো রে’, ‘দিলে বড় জ্বালারে পাঞ্জাবিওয়ালা’, ‘মেলায় যাই রে’—এমন সব জনপ্রিয় গানের সুরে সুরে একদল তরুণ-তরুণী ফ্ল্যাশ মব পরিবেশনা করেন। তাদের এই পরিবেশনা উপভোগ করেছে বসুন্ধরা সিটি আয়োজিত বৈশাখী মেলায় আগত দর্শনার্থীরা।

এবারের বৈশাখে বসুন্ধরা সিটিতে এটি একটি ব্যতিক্রম আয়োজন ছিল বলে জানান অনেক তরুণ-তরুণী। ফ্ল্যাশ মবের পরিবেশনা দারুণভাবে উপভোগ করেছেন বলে জানান তারা। শুধু তাই নয়, এর আগে ঢাক-ঢোলের তালে নৃত্য পরিবেশনা ছিল চোখে পড়ার মতো।

বসুন্ধরা সিটির সপ্তাহব্যাপী বৈশাখী মেলার দ্বিতীয় দিনে শিশু-কিশোরসহ সকল বয়সের দর্শনার্থীদের আকর্ষণ করতেই এই ফ্ল্যাশ মবের আয়োজন বলে জানিয়েছেন আয়োজকরা।

এছাড়া, মেলায় রয়েছে—বায়োস্কপ, হাওয়াই মিঠাই, চুড়ির মেলা, ফুল, দেশি-বিদেশি ফ্যাশন ব্র্যান্ড শপ-বিটু, ইনফিনিটি মেগা মল, শিশু পরিবহন, লাইভ শপিং, ভোগ বাই প্রিন্স এবং স্পাশ। লেভেল-৮-এ চড়ুই ভাতির আড্ডা, পিঠাপুলির আসর ও শরবতের হাঁড়ি খাবারের স্টলে আছে পান্তা ইলিশ, ইলিশ পোলাও, ইলিশ খিচুড়ি, রূপচাঁদা ফ্রাই, বগুড়ার দই, চার রকমের ভর্তা ও পিঠা—পাটিসাপটা, নলডা, মালমোয়া, নিমকি, চিনি ও গুড়ের মুড়ালি, কদমা/তিলা, চিনির হাতি-ঘোড়া, মুড়ির মোয়া, নাড়ু, জুস, কুষ্টিয়ার কুলফি এবং ঢোল ও চুলির সাথে ক্লাসিক্যাল ফ্ল্যাশ মব।

বৈশাখী মেলা ও উৎসবের উদ্বোধন করেন বসুন্ধরা গ্রুপ বিসিডিএলের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর অবসরপ্রাপ্ত ক্যাপ্টেন শেখ এহসান রেজা।

ঢাকা/ইভা 


সর্বশেষ

পাঠকপ্রিয়