ঢাকা     রোববার   ১৪ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ৩০ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

সোনালী ব্যাংকের নতুন ডিএমডি নূরুন নবী

প্রেস বিজ্ঞপ্তি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:১০, ১৫ এপ্রিল ২০২৫  
সোনালী ব্যাংকের নতুন ডিএমডি নূরুন নবী

মো. নূরুন নবী

সোনালী ব্যাংক পিএলসির ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর (ডিএমডি) হিসেবে যোগ দিয়েছন মো. নূরুন নবী।

১০ এপ্রিল অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের এক প্রজ্ঞাপনের মাধ্যমে তিনি একই ব্যাংকের জেনারেল ম্যানেজার থেকে ডিএমডি পদে পদোন্নতি লাভ করেন। মো. নূরুন নবী ১৯৯৫ সালে সোনালী ব্যাংকে সিনিয়র অফিসার হিসেবে কর্মজীবন শুরু করেন।

দীর্ঘ তিন দশকের কর্মজীবনে তিনি বিভিন্ন শাখার ব্যবস্থাপক ও প্রধান কার্যালয়ের বিভিন্ন ডিভিশনের প্রধান হিসেবে অত্যন্ত দক্ষতা ও সাফল্যের সঙ্গে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। এছাড়া তিনি সোনালী ব্যাংক পিএলসির ইন্ডিয়া অপারেশন এবং সোনালী ইনভেস্টমেন্ট লিমিটেড-এর চিফ এক্সিকিউটিভ অফিসার হিসেবে সফলভাবে দায়িত্ব পালন করেছেন।

নূরুন নবী জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। তিনি দি ইনস্টিটিউট অব ব্যাংকার্স, বাংলাদেশ (আইবিবি) থেকে ডিএআইবিবি ডিগ্রি লাভ করেন।

এছাড়া তিনি দেশ-বিদেশে বিভিন্ন প্রশিক্ষণ ও কর্মশালায় অংশগ্রহণ করেছেন।

নূরুন নবী ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গী উপজেলার ভানোর ইউনিয়নের মাস্টারপাড়া গ্রামের একটি সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তার পিতা এ. বি. এম. খলিলুর রহমান ঠাকুরগাঁও জেলার একজন বিশিষ্ট শিক্ষানুরাগী ছিলেন।

ঢাকা/সাজ্জাদ/সাইফ

সর্বশেষ

পাঠকপ্রিয়