ঢাকা     বৃহস্পতিবার   ১৮ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৩ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

দুই হোটেল অ্যান্ড রিসোর্টের সঙ্গে গ্রামীণফোনের সমঝোতা চুক্তি

প্রেস বিজ্ঞপ্তি  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:২১, ২৯ অক্টোবর ২০২৫  
দুই হোটেল অ্যান্ড রিসোর্টের সঙ্গে গ্রামীণফোনের সমঝোতা চুক্তি

গ্রামীণফোনের সঙ্গে কক্সবাজারের ঐতিহ্যবাহী পাঁচ তারকা হোটেল দ্য কক্স টুডে এবং দেশের প্রথম চেইন লাক্সারি তিন তারকা হোটেল ব্র্যান্ড ডি’মোর হোটেল অ্যান্ড রিসোর্ট-এর মধ্যে সমঝোতা চুক্তি স্বাক্ষর হয়েছে।

মঙ্গলবার (২৮ অক্টোবর) চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে গ্রামীণফোনের পক্ষ থেকে স্বাক্ষর করেন মিস মুনিয়া গণি, হেড অব পার্টনারশিপ, এবং মহিউদ্দিন খান খোকন, ডিরেক্টর (সেলস অ্যান্ড মার্কেটিং)। অনুষ্ঠানে গ্রামীণফোন, দ্য কক্স টুডে ও ডি’মোর হোটেল অ্যান্ড রিসোর্টের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

চুক্তির আওতায় এখন থেকে গ্রামীণফোনের জিপি স্টার গ্রাহকেরা দ্য কক্স টুডে ও ডি’মোর হোটেল অ্যান্ড রিসোর্টে সর্বোচ্চ ৫০ শতাংশ পর্যন্ত ছাড় উপভোগ করতে পারবেন।

হোটেল শিল্পের উদ্যোক্তা ও ডি’মোর ব্র্যান্ডের স্বপ্নদ্রষ্টা মহিউদ্দিন খান খোকন বলেন, “দেশের সর্ববৃহৎ মোবাইল অপারেটর গ্রামীণফোনের সঙ্গে এই চুক্তি করতে পেরে আমরা আনন্দিত। আমরা আমাদের অতিথিদের সর্বোচ্চ সেবা দিতে প্রতিশ্রুতিবদ্ধ। সেবার মান, নিরাপত্তা ও খাদ্যের মানে আমরা কখনো আপস করি না।”

বাংলাদেশের পর্যটন শিল্পে পথপ্রদর্শক হিসেবে পরিচিত মহিউদ্দিন খান খোকনের নেতৃত্বে ডি’মোর ব্র্যান্ড ঢাকা, চট্টগ্রাম, শ্রীমঙ্গল, সাজেক, বান্দরবান ও কুয়াকাটায় হোটেল ও রিসোর্ট স্থাপন করে দেশের হোটেল ও পর্যটন খাতে একটি শক্তিশালী অবস্থান তৈরি করেছে।

ঢাকা/ইভা 

সর্বশেষ

পাঠকপ্রিয়