ঢাকা     শনিবার   ১৬ নভেম্বর ২০২৪ ||  অগ্রহায়ণ ২ ১৪৩১

সঞ্চয়ী আমানতের জরিমানা মওকুফ করেছে সাউথ বাংলা

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:৫৯, ১৪ মে ২০২০   আপডেট: ১০:৩৯, ২৫ আগস্ট ২০২০
সঞ্চয়ী আমানতের জরিমানা মওকুফ করেছে সাউথ বাংলা

সঞ্চয়ী আমানত প্রকল্পের (ডিপিএস) মাসিক কিস্তি বিলম্বে পরিশোধে জরিমানা মওকুফ করেছে বেসরকারি সাউথ বাংলা অ‌্যাগ্রিকালচার অ্যান্ড কমার্স ব্যাংক।

বৃহস্পতিবার (১৪ মে) ব্যাংকের প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত এসবিএসি ব্যাংকের ব্যবস্থাপনা কমিটির সভায় এ সিদ্ধান্ত হয়েছে।

সভায় সভাপতিত্ব করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী (ভারপ্রাপ্ত) তারিকুল ইসলাম চৌধুরী।

এ বিষয়ে তিনি বলেন, বিশ্ব স্বাস্থ্য সংস্থার পরামর্শে সরকার কোভিড-১৯ সংক্রমণ রোধে জনসাধারণকে ঘরে রাখতে সাধারণ ছুটি ঘোষণা করেছে। এঅবস্থায় গ্রাহকদের সুবিধা বিবেচনায় ব্যাংকের সবধরনের সঞ্চয়ী আমানত প্রকল্পের মাসিকভিত্তিক কিস্তি বিলম্বে পরিশোধে জরিমানা আরোপে রেহাই দেওয়া হয়েছে। বিলম্বে কিস্তি পরিশোধে সংশ্লিষ্ট গ্রাহকের স্কিমের সুবিধায় কোনো পরিবর্তন আসবে না। এতে করে বিরূপ পরিস্থিতিতে ডিপিএসের কিস্তি জমার বিড়ম্বনা থেকে গ্রাহকরা মুক্তি পাবেন।

ব্যাংক কর্তৃপক্ষ জানায়, সরকার ঘোষিত সাধারণ ছুটি ঘোষণার দিন থেকে চলতি বছরের ৩০ জুন পর্যন্ত সবধরনের ডিপিএস গ্রাহকরা এ সুবিধা পাবেন।  মহামারি করোনাভাইরাসের কারণে উদ্ভূত পরিস্থিতিতে গ্রাহক স্বার্থে এ সিদ্ধান্ত নিয়েছে এসবিএসি ব্যাংক।

এক বার্তায় এসবিএসি জানায়, নভেল করোনাভাইরাসের পরিপ্রেক্ষিতে সরকার ২৬ মার্চ থেকে ধাপে ধাপে ৩০ মে পর্যন্ত সাধারণ ছুটি বর্ধিত করেছে। এসময়ে মানুষের চলাচল নিয়ন্ত্রণ করা হয়েছে। তাছাড়া মানুষের আয়ও অনেকাংশে কমে গেছে। এ পরিপ্রেক্ষিতে গ্রাহকদের ওপর বাড়তি চাপ কমাতে আগামী ৩০ জুন পর্যন্ত বিলম্বে কিস্তি পরিশোধে জরিমানা ছাড় করা হয়েছে। অর্থাৎ এসময়ে ডিপিএস গ্রাহক তাদের কিস্তি পরিশোধে অপারগ হলে ব্যাংক পূর্বনির্ধারিত জরিমানা ফি মওকুফ করবে।  গ্রাহকরা তাদের বকেয়া ডিপিএসের অর্থ জমায় পরবর্তী তিন মাস অতিরিক্ত সময় পাবেন এবং এসময়ে তাদের নিয়মিত কিস্তিও পরিশোধ করতে হবে। পাশাপাশি যেসব গ্রাহকদের স্কিমের কিস্তির অর্থ ব্যাংক হিসাব থেকে স্বয়ংক্রিয়ভাবে কেটে নেওয়ার চুক্তি রয়েছে, তা পর্যাপ্ত তহবিল থাকা সাপেক্ষে অব্যাহত থাকবে। তবে সংশ্লিষ্ট ব্যাংক হিসাবে জমা অর্থের স্বল্পতা থাকলে তিনিও জরিমানা মওকুফের সুবিধা পাবেন।

 

ঢাকা/ এম এ রহমান/জেডআর

রাইজিংবিডি.কম


সর্বশেষ

পাঠকপ্রিয়