প্রবাসী নারী শ্রমিকদের জন্য কোভিড-১৯ প্রতিরোধ প্যাকেজ
নিউজ ডেস্ক || রাইজিংবিডি.কম
ইউনিলিভার বাংলাদেশ, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সহযোগিতায় দেশের ১০টি জেলার বিদেশ ফেরত নারী শ্রমিকদেরকে স্বাস্থ্য সুরক্ষাসামগ্রী এবং খাদ্য সহায়তা প্রদানের লক্ষ্যে বিশেষ কর্মসূচির উদ্বোধন করেছে ইউএন উইমেন বাংলাদেশ।
শনিবার (৫ সেপ্টেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে ইউএন উইমেন বাংলাদেশ এ তথ্য জানায়।
সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়- কোভিড-১৯ এর ঝুঁকি ও চ্যালেঞ্জ থেকে বিদেশ ফেরত নারী শ্রমিকদেরকে রক্ষা করার লক্ষ্যে চালু এই প্রকল্পের আওতায় তাদেরকে জরুরী খাদ্য সহায়তার পাশাপাশি ব্যক্তিগত স্বাস্থ্য সুরক্ষাসামগ্রী প্রদান করা হবে।
জাপান সরকার ও ইউনিলিভার বাংলাদেশ এর সহায়তায় চালু করা প্রকল্পটি প্রবাসী কল্যাণ ও বৈদিশক কর্মসংস্থান মন্ত্রণালয়, স্থানীয় সরকার এবং সংশ্লিষ্ট অংশীদারগণের সহযোগিতায় বাস্তবায়ন করা হবে।
বাংলাদেশ নারী শ্রমিক কেন্দ্র এবং বাদাবন সংঘ নামক দু’টি নারী অধিকার সংস্থা ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর, ঢাকা শহর, মানিকগঞ্জ, কেরানিগঞ্জ, নরসিংদী, রাজবাড়ী, যশোর, বাগেরহাট, সিলেট, হবিগঞ্জ, পটুয়াখালী ও জামালপুর জেলার বিভিন্ন স্থানে এই প্রকল্প বাস্তবায়ন করবে।
ঢাকা/সনি