শিল্পের ই-নিবন্ধন দেবে বিসিক
কুটির, অতি ক্ষুদ্র, ক্ষুদ্র, মাঝারি ও বৃহৎ শিল্পের ই-নিবন্ধন দেবে বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন (বিসিক)।
মঙ্গলবার (৮ ডিসেম্বর) বিসিকের আইসিটি সেলে শিল্পের ই-নিবন্ধনের পাইলট কার্যক্রম শুরু হয়েছে। আশা করা হচ্ছে, এ মাসের শেষ সপ্তাহে ই-নিবন্ধন কার্যক্রম পুরোদমে চালু করতে পারবে শিল্প মন্ত্রণালয়ের আওতাধীন ক্ষুদ্র ও কুটির শিল্পের পোষক সংস্থা বিসিক।
আজ বিসিক সম্মেলন কক্ষে সম্প্রসারণ বিভাগ আয়োজিত শিল্প নিবন্ধন সেবা সহজিকরণ ও নিবন্ধন সনদ প্রদান অনুষ্ঠান শেষে কুটির, অতি ক্ষুদ্র, ক্ষুদ্র, মাঝারি ও বৃহৎ শিল্পের ই-নিবন্ধন পাইলট কার্যক্রম শুরু হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিসিক চেয়ারম্যান মো. মোশতাক হাসান। সভাপতিত্ব করেন পরিচালক (শিল্প উন্নয়ন ও সম্প্রসারণ) মো. খলিলুর রহমান। বিসিকের পরিচালনা পর্ষদের সদস্যবৃন্দ ও প্রতিটি বিভাগ ও শাখার প্রধানরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
বিসিক চেয়ারম্যান বলেছেন, ‘শিল্প নিবন্ধন সেবা সহজ করার লক্ষ্যে বিসিক ই-নিবন্ধব সেবা চালু করতে যাচ্ছে। ই-নিবন্ধন সেবা চালু হলে শিল্প উদ্যোক্তারা ঘরে বসেই নিবন্ধন করতে পারবেন।’
ঢাকা/হাসান/রফিক