কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক ‘ইন্সুমামা’ অ্যাপ চালু
অর্থনৈতিক প্রতিবেদক || রাইজিংবিডি.কম
তাৎক্ষণিক হিসাব খোলা, পলিসি নেওয়াসহ একগুচ্ছ স্মার্ট সেবা নিয়ে দেশের বিমা খাতে প্রথমবারের মতো ‘কৃত্রিম বুদ্ধিমত্তা ভিত্তিক’ মোবাইল অ্যাপ চালু করলো গ্রিনডেল্টা ইনস্যুরেন্স কোম্পানি লিমিটেড।
রোববার (২০ ডিসেম্বর) এক ভার্চুয়াল অনুষ্ঠানে পরিচয় করিয়ে দেওয়া হয় ‘ইন্সুমামা’ নামের অ্যাপটি, যার মাধ্যমে বিমা গ্রাহকরা প্রিমিয়াম জমা এবং পলিসি নবায়ন করতে পারবেন অনলাইনেই।
ইন্সুমামা অ্যাপের উদ্বোধনী আয়োজনে প্রধান অতিথি হিসেবে ছিলেন বিমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (আইডিআরএ) চেয়ারম্যান ড. এম মোশাররফ হোসেন। অতিথি হিসেবে সংযুক্ত ছিলেন বাংলাদেশ ইনস্যুরেন্স অ্যাসোসিয়েশানের সভাপতি শেখ কবীর হোসেন।
গ্রিন ডেল্টা ইনস্যুরেন্সের ব্যবস্থাপনা পরিচালক ফারজানা চৌধুরীর সভাপতিত্বে ভার্চুয়াল সভায় বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ অ্যাসোসিয়েশান অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস (বেসিস) সভাপতি সৈয়দ আলমাস কবীর।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন গ্রিন ডেল্টা ইনস্যুরেন্সের প্রতিষ্ঠাতা ব্যবস্থাপনা পরিচালক ও উপদেষ্টা নাসির উদ্দিন আহমেদ চৌধুরী।
ইন্সুমামা মোবাইল অ্যাপের মাধ্যমে দেশের বিমা খাতের গণঅন্তর্ভুক্তিতে ‘ইতিবাচক ফলাফল’ আসবে বলে আশা প্রকাশ করেন আইডিআরএ চেয়ারম্যান ড. এম মোশাররফ হোসেন।
তিনি বলেন, দেশের সব মানুষের কাছে সব সেবা সহজ করতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে ‘ডিজিটাল বাংলাদেশ’ কর্মসূচি বাস্তবায়ন করছে সরকার। দেশের প্রযুক্তি খাতে উন্নয়নের সঙ্গে সঙ্গে ‘ইন্সুটেক’ ধারণা বিমা খাতে ব্যাপক পরিবর্তন এনেছে। গণমানুষের কাছে বিমা সুবিধা পৌঁছে দিতে প্রযুক্তির বিকল্প নেই। বিমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ এর পক্ষ থেকে আমরা সব বিমা প্রতিষ্ঠানকে উদ্ভাবনী সেবায় উৎসাহ দিয়েছি।
ব্যবস্থাপনা পরিচালক ফারজানা চৌধুরী বলেন, সরকারের ‘ডিজিটাল বাংলাদেশ’কর্মসূচিতে অবদান রাখার জন্য ২০১৮ সালে দেশে প্রথমবারের মত ডিজিটাল বিমা সেবা চালু করে গ্রিন ডেল্টা ইনস্যুরেন্স।
অনুষ্ঠানে জানানো হয়, সব গ্রাহকের তথ্যকে নিরাপদ রাখতে ইন্সুমামা অ্যাপে ‘এন্ড-টু-এন্ড এনক্রিপশন’ প্রযুক্তি ব্যবহার করা হয়েছে। অ্যাপটি পাওয়া যাবে (Google Playstore: https://lnkd.in/gEFQaE7 এবং Apple Store: https://lnkd.in/g3B4WEa) লিংকে।
উল্লেখ্য, ২০১৬ সালে নারীদের জন্য বিশেষায়িত ‘নিবেদিতা’ বিমা সেবার জন্য মোবাইল অ্যাপ চালু করে গ্রিন ডেল্টা ইনস্যুরেন্স, যেটি দক্ষিণ এশিয়ার বিমা খাতে প্রথম।
হাসান/সাইফ