ঢাকা     শুক্রবার   ১০ জানুয়ারি ২০২৫ ||  পৌষ ২৬ ১৪৩১

বাজেট: খাদ্য মন্ত্রণালয়ে বরাদ্দ হচ্ছে সাড়ে ১৭ হাজার কোটি টাকা

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:০৪, ১ জুন ২০২১   আপডেট: ১২:০৪, ১ জুন ২০২১
বাজেট: খাদ্য মন্ত্রণালয়ে বরাদ্দ হচ্ছে সাড়ে ১৭ হাজার কোটি টাকা

একাদশ জাতীয় সংসদের ত্রয়োদশ (বাজেট) অধিবেশন ২ জুন (বুধবার) বিকেল ৫টায় শুরু হবে। ৩ জুন ২০২১-২২ অর্থবছরের জন্য বাজেট প্রস্তাব সংসদের সামনে উপস্থাপন করবেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।

সংসদ সচিবালয় সূত্র জানায়, করোনাভাইরাসের প্রাদুর্ভাবের খাদ্য নিরাপত্তার জন্য ২০২০-২১ বছরে খাদ্য মন্ত্রণালয়ের জন্য বরাদ্দ ছিলো ১৭২০০ কোটি টাকা। ২০২১-২২ অর্থবছরে ১৭৫০০ কোটি টাকা করা হচ্ছে।  প্রয়োজনে তা বাড়তে বা কমতে পারে।  এছাড়াও এর বাইরে টাকা প্রয়োজন হলে থোক বরাদ্দ থেকেও আর্থিক প্রয়োজন মেটানো হবে। তবে সার্বিকভাবে খাদ্য নিরাপত্তার বিষয়ে বাজেটে গুরুত্ব পাবে।

এ বিষয়ে খাদ্য সচিব ড. মোছাম্মৎ নাজমানারা খানুম বলেন, করোনা প্রাদুর্ভাবের কারণে ক্ষতিগ্রস্তদের ওএমএস দিতে হয়, সহায়তা করতে বাজেটে বরাদ্দ রাখা হয়েছে।

আরো পড়ুন:

আসাদ/এসবি


সর্বশেষ

পাঠকপ্রিয়