ঢাকা     শুক্রবার   ১০ জানুয়ারি ২০২৫ ||  পৌষ ২৭ ১৪৩১

অধিকাংশ ব্যাংকের পরিচালন মুনাফা বেড়েছে

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:২৩, ২ জুলাই ২০২১   আপডেট: ১২:২৪, ২ জুলাই ২০২১
অধিকাংশ ব্যাংকের পরিচালন মুনাফা বেড়েছে

ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোর হিসাব বছর গণনা করা হয় জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত। চলতি হিসাব বছরে ব্যাংকগুলো জানুয়ারি থেকে জুন পর্যন্ত ছয় মাসে অর্ধবার্ষিক আর্থিক হিসাব শেষ করেছে। এ সময় অধিকাংশ ব্যাংকের পরিচালন মুনাফা আগের বছরের একই সময়ের চেয়ে বেড়েছে।

পরিচালন মুনাফা থেকে ঋণের বিপরীতে নির্ধারিত হারে প্রভিশন বা নিরাপত্তা সঞ্চিতি সংরক্ষণ, করপোরেট কর পরিশোধের পর নিট মুনাফার হিসাব হবে। নিট মুনাফাই ব্যাংকের সঠিক মুনাফা। কোনো কোনো সময় পরিচালন মুনাফা বেশি থাকলেও নিট মুনাফা কমে যায়। তবে, এবার নানা ব্যয় করার পর বোঝা যাবে, প্রকৃত মুনাফা কী দাঁড়ায়।

জুন শেষে ব্যাংকগুলোর তাদের অর্ধবার্ষিক আর্থিক হিসাব শেষ করলেও তা পরিচালনা পর্ষদে অনুমোদন করা হবে। পরে তা বাংলাদেশ ব্যাংক এবং পুঁজিবাজারের নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনে (বিএসইসি) জমা দেবে। একই সঙ্গে বিনিয়োগকারীদের জন্য অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করবে তালিকাভুক্ত ব্যাংকগুলো।

আরো পড়ুন:

বিশ্লেষকরা বলছেন, সুদহার কম থাকা, ঋণের কিস্তি আদায়ের সুবিধা, খেলাপি আদায়ের ধীর গতি, বিপরীত দিকে ব্যয় কমার কারণে পরিচালন মুনাফা বেড়েছে।

যেসব ব্যাংকের পরিচালন মুনাফার তথ্য পাওয়ার গেছে, সেগুলো অধিকাংশই পুঁজিবাজারে তালিকাভুক্ত। পরিচালন মুনাফা পর্যালোচনায় দেখা গেছে, এবার সবচেয়ে বেশি পরিচালন মুনাফা হয়েছে ইসলামী ব‌্যাংকের। গত ছয় মাসে ব্যাংকটির পরিচালন মুনাফা হয়েছে ১ হাজার ২০ কোটি টাকা। আগের হিসাব বছরের একই সময়ে পরিচালন মুনাফা হয়েছিল ১ হাজার ৭ কোটি টাকা। এছাড়া, ডাচ-বাংলা ব্যাংকের পরিচালন মুনাফা হয়েছে ৫০৪ কোটি টাকা। গত বছরের একই সময়ে পরিচালন মুনাফা হয়েছিল ৪১৭ কোটি টাকা।

মার্কেন্টাইল ব্যাংকের পরিচালন মুনাফা হয়েছে ৩৫৮ কোটি টাকা। গত বছরের একই সময়ে পরিচালন মুনাফা হয়েছিল ২৪৩ কোটি টাকা।

সাউথইস্ট ব্যাংকের পরিচালন মুনাফা হয়েছে ৪৮২ কোটি টাকা। গত বছরের একই সময়ে পরিচালন মুনাফা করেছিল ৩৪২ কোটি টাকা।

ব্যাংক এশিয়ার পরিচালন মুনাফা হয়েছে ৪৮৪ কোটি টাকা। গত বছরের একই সময়ে পরিচালন মুনাফা হয়েছিল ৩৫১ কোটি টাকা।

সোশ্যাল ইসলামী ব্যাংকের পরিচালন মুনাফা হয়েছে ২২৫ কোটি টাকা। গত বছরের একই সময়ে পরিচালন মুনাফা হয়েছিল ১৭৫ কোটি টাকা।

ঢাকা ব্যাংকের পরিচালন মুনাফা হয়েছে ৩০৩ কোটি টাকা। গত বছরের একই সময়ে পরিচালন মুনাফা হয়েছিল ২৬৩ কোটি টাকা।

যমুনা ব্যাংকের পরিচালন মুনাফা হয়েছে ৩০১ কোটি টাকা। গত বছরের একই সময়ে পরিচালন মুনাফা হয়েছিল ২৬২ কোটি টাকা।

সাউথবাংলা অ‌্যাগ্রিকালচার ব্যাংকের পরিচালন মুনাফা হয়েছে ৮০ কোটি টাকা। গত বছরের একই সময়ে পরিচালন মুনাফা হয়েছিল ৭০ কোটি টাকা।

শাহজালাল ইসলামী ব্যাংকের পরিচালন মুনাফা হয়েছে ২৮০ কোটি টাকা। গত বছরের একই সময়ে পরিচালন মুনাফা হয়েছিল ২৪৭ কোটি টাকা।

এক্সিম ব্যাংকের গত ছয় মাসে পরিচালন মুনাফা হয়েছে ৩৪০ কোটি টাকা। গত বছরের একই সময়ে পরিচালন মুনাফা হয়েছিল ৩১৭ কোটি টাকা।

আল-আরাফাহ ইসলামী ব্যাংকের পরিচালন মুনাফা হয়েছে ৩১০ কোটি টাকা। গত বছরের একই সময়ে পরিচালন মুনাফা হয়েছিল ৩০৫ কোটি টাকা।

মধুমতি ব্যাংকের পরিচালন মুনাফা হয়েছে ১২৭ কোটি টাকা। গত বছরের একই সময়ে পরিচালন মুনাফা হয়েছিল ১২৪ কোটি টাকা।

এনসিসি ব্যাংক গত ছয় মাসে ৩১৫ কোটি টাকা পরিচালন মুনাফা করেছে। আগের বছর একই সময়ে পরিচালন মুনাফা হয়েছিল ২৯০ কোটি টাকা।

এছাড়া, পূবালী ব্যাংকের ৫০৫ কোটি টাকা পরিচালন মুনাফা হয়েছে। আগের হিসাব বছরে একই সময়ে মুনাফা হয়েছিল ৪০০ কোটি টাকা।

এনআরবি কমার্শিয়াল ব্যাংকের পরিচালন মুনাফা হয়েছে ১৫০ কোটি টাকা। গত বছরের একই সময়ে পরিচালন মুনাফা হয়েছিল ৯১ কোটি টাকা।

প্রিমিয়ার ব্যাংকের পরিচালন মুনাফা হয়েছে ৩০০ কোটি টাকা। গত বছরের একই সময়ে পরিচালন মুনাফা হয়েছিল ১৮৬ কোটি টাকা।

মেঘনা ব্যাংক গত ছয় মাসে পরিচালন মুনাফা করেছে ৭০ কোটি টাকা। গত বছরের একই সময়ে পরিচালন মুনাফা হয়েছিল মাত্র ১২ কোটি টাকা।

ঢাকা/এনএফ/রফিক

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়