ডিএসইর ব্লক মার্কেটে পৌনে ৯৪ কোটি টাকা লেনদেন
জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম
দেশের প্রধান শেয়ারবাজারে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লক মার্কেটে বুধবার (৭ জুলাই) ৪০টি কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। এ সব কোম্পানির লেনদেনের পরিমাণ দাঁড়িয়েছে ৯৩ কোটি ৭৪ লাখ ৩৭ হাজার টাকা।
ডিএসই সূত্রে এ জানা গেছে, ব্লক মার্কেটে যেসব কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে, সেগুলোর মধ্যে শীর্ষস্থানে রয়েছে ব্রিটিশ আমেরিকান ট্যোবাকো। কোম্পানির ২৭ কোটি ৭৭ লাখ ৪৬ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।
এ মার্কেটে ২৩ কোটি ৩০ লাখ ১৬ হাজার টাকার শেয়ার লেনদেন হয়ে দ্বিতীয় অবস্থানে আছে সোনালী পেপার। এছাড়াও তৃতীয় অবস্থানে আছে সাফকো স্পিনিং। কোম্পানিটির ৬ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে।
ব্লক মার্কেটে লেনদেন হওয়া অন্য কোম্পানিগুলোর মধ্যে- এবি ব্যাংকের ৫ লাখ ৬৮ হাজার টাকার, আলিফ ইন্ডাস্ট্রিজের ৪১ লাখ ৩৮ হাজার টাকার, আমান ফিডের ২৭ লাখ ৭১ হাজার টাকার, এশিয়া ইন্স্যুরেন্সের ৪ কোটি ৬০ লাখ ৭২ হাজার টাকার, বিকন ফার্মার ৬৫ লাখ ৫০ হাজার টাকার, বেক্সিমকোর ৫ কোটি ২০ লাখ ৬৫ হাজার টাকার, ব্র্যাক ব্যাংকের ৩৫ লাখ ৭৮ হাজার টাকার, বাংলাদেশ শিপিং কর্পোরেশনের ২১ লাখ ৩৯ হাজার টাকার, ডেল্টা লাইফের ১ কোটি ৯ লাখ ৫২ হাজার টাকার, ডাচ-বাংলা ব্যাংকের ৭৪ লাখ ৭০ হাজার টাকার, ইস্টার্ন ইন্স্যুরেন্সের ৪ কোটি ২০ লাখ ২৩ হাজার টাকার, ইস্টার্ন হাউজিংয়ের ৫৩ লাখ ৯৮ হাজার টাকার, ফরচুন সুজের ৪ কোটি ৬ লাখ ৫৫ হাজার টাকার, ফু-ওয়াং সিরামিকের ৫৬ লাখ ৭০ হাজার টাকার, জিবিবি পাওয়ারের ১০ লাখ ৩২ হাজার টাকার, জেনেক্সের ৩ কোটি ১২ লাখ ৮০ হাজার টাকার, গ্লোবাল ইন্স্যুরেন্সের ৬ লাখ ৬০ হাজার টাকার, গ্রামীণফোনের ১ কোটি ৭০ লাখ ৫২ হাজার টাকার, গ্রামীণ ওয়ান স্কিম টুর ১০ লাখ ৮০ হাজার টাকার, গ্রীণডেল্টা ইন্স্যুরেন্সের ৯৩ লাখ ৬৯ হাজার টাকার, আইসিবি ইসলামিক ব্যাংকের ২১ লাখ ১৫ হাজার টাকার, আইএলএফএসএলের ৮ লাখ ২০ হাজার টাকার, ইসলামী ইন্স্যুরেন্সের ১০ লাখ ৭৪ হাজার টাকার, ম্যাকসন্স স্পিনিংয়ের ৩৬ লাখ ২৪ হাজার টাকার, ন্যাশনাল ফিডের ২৪ লাখ ৬০ হাজার টাকার, নর্দার্ন ইসলামী ইন্স্যুরেন্সের ৭ লাখ ৪৮ হাজার টাকার, এনআরবিসি ব্যাংকের ২৯ লাখ ৩২ হাজার টাকার, পাওয়ার গ্রিডের ৪৬ লাখ টাকার, কাশেম ইন্ডাস্ট্রিজের ৬৪ লাখ ৯৯ হাজার টাকার, আরডি ফুডের ৩৯ লাখ ৫৩ হাজার টাকার, এস আলমের ৯ লাখ টাকার, সালভো কেমিক্যালের ৫৩ লাখ ২৯ হাজার টাকার, সি পার্লের ৮ লাখ ২৮ হাজার টাকার, সিলকো ফার্মার ২১ লাখ ৪৭ হাজার টাকার, সিঙ্গার বিডির ১ কোটি ৫০ লাখ ৬৩ হাজার টাকার, স্কয়ার ফার্মার ২ কোটি ১৬ লাখ ৮৭ হাজার টাকার এবং ভিএফএস থ্রেড ডাইংয়ের ১৩ লাখ ৭৫ হাজার টাকার লেনদেন হয়েছে।
এনটি/বকুল