স্বাস্থ্যবিধি মেনে ঈদ উদযাপন করুন: বিএসইসি চেয়ারম্যান
ড. শিবলী রুবাইয়াত-উল-ইসলাম
শেয়ারবাজারের সব বিনিয়োগকারীদের স্বাস্থ্যবিধি মেনে ঈদুল আজহা উদযাপনের আহ্বান জানিয়েছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যান (বিএসইসি) অধ্যাপক ড. শিবলী রুবাইয়াত-উল-ইসলাম।
সোমবার (১৯ জুলাই) ঈদুল আজহা উপলক্ষে রাইজিংবিডির সঙ্গে শুভেচ্ছা বিনিময়কালে তিনি বিনিয়োগকারীদের উদ্দেশ্যে এ আহ্বান জানান।
শিবলী রুবাইয়াত-উল-ইসলাম বলেন, সব বিনিয়োগকারীকে পবিত্র ঈদুল আজহার অনেক অনেক শুভেচ্ছা। আমি বিনিয়োগকারীদের সুস্বাস্থ্য কামনা করছি। এবারের ঈদ আনন্দ যাতে স্বাস্থ্যবিধি মেনে ভালো ভাবে বিনিয়োগকারীরা উপভোগ করতে পারেন সে প্রত্যাশা করি। পরিবার-পরিজনকে সঙ্গে নিয়ে সুস্থ ও সুরক্ষার মধ্যে থাকতে হবে।
তিনি আরও বলেন, আর ঈদ পরবর্তী সময়ে সবাই সুস্বাস্থ্য নিয়ে জীবন-জীবিকায় ফিরে আসতে পারি সেই কামনাও করছি। আগামী দিনগুলোতে বিনিয়োগকারীরা সুস্থ থেকে শেয়ারবাজারে যেন বিনিয়োগ করতে পারেন- সে জন্য দোয় করি। আর সবার কাছে আমারও দোয়া চাই।’
শেয়ারবাজারের সার্বিক পরিস্থিতি সম্পর্কে জানতে চাইলে শিবলী রুবাইয়াত-উল-ইসলাম বলেন, ‘শেয়ারবাজার আগের চেয়ে অনেক ভালো অবস্থানে রয়েছে। তবে এখনও আমি সন্তুষ্ট নই। এটা আরও অনেক ভালো হওয়ার সুযোগ রয়েছে।’
তিনি আরও বলেন, ‘পবিত্র ঈদুল আজহার ত্যাগের মহিমায় উদ্ভাসিত হোক সবার জীবন। আসুক সুস্থতা, নিরাপত্তা, সস্তি, শান্তি, আনন্দ ও সমৃদ্ধি। সকলের জীবন মঙ্গলময় হোক পারস্পরিক সহমর্মিতায়।’
/এনটি/এসবি/