দাম বাড়ার শীর্ষে বারাকা পতেঙ্গা
জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম
ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সোমবার (২৬ জুলাই) লেনদেন আগের দিনের চেয়ে বেড়েছে। এদিন ডিএসইতে দর বাড়ার তালিকায় শীর্ষে উঠে এসেছে বারাকা পতেঙ্গা পাওয়ার।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে, রোববার (২৫ জুলাই) লেনদেন শেষে বারাকা পতেঙ্গা পাওয়ারের শেয়ারের দর ছিল ৪২.৩০ টাকা। আজ লেনদেন শেষে দর দাঁড়ায় ৪৬.৫০ টাকায়। আগের দিনের চেয়ে দর ৪.২০ টাকা বা ৯.৯২ শতাংশ বেড়েছে। এর মাধ্যমে বারাকা পতেঙ্গা পাওয়ার ডিএসইর টপটেন গেইনার তালিকার শীর্ষে উঠে এসেছে।
ডিএসইতে টপটেন গেইনার তালিকায় উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে গ্লোবাল হেভি কেমিক্যালের ৯.৮১ শতাংশ, সোনালী পেপারের ৮.৪৭ শতাংশ, সেন্ট্রাল ইন্স্যুরেন্সের ৮.২১ শতাংশ, সামিট এলায়েন্স পোর্টের ৭.৭৪ শতাংশ, ইসলামিক ইন্স্যুরেন্সের ৭.৭০ শতাংশ, সেন্ট্রাল ফার্মার ৬.১২ শতাংশ, অগ্নি সিস্টেমসের ৫.৫৭ শতাংশ, অলিম্পিক এক্সেসরিজের ৫.৫৫ শতাংশ এবং জিপিএইচ ইস্পাতের শেয়ার দর ৫.২৩ শতাংশ বেড়েছে।
এনটি/বকুল