ঢাকা     শনিবার   ১৬ নভেম্বর ২০২৪ ||  অগ্রহায়ণ ১ ১৪৩১

দাম কমার শীর্ষে তমিজউদ্দিন টেক্সটাইল

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:০১, ২৭ জুলাই ২০২১  
দাম কমার শীর্ষে তমিজউদ্দিন টেক্সটাইল

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মঙ্গলবার (২৭ জুলাই) লেনদেনে অংশ নেওয়া কোম্পানিগুলোর মধ্যে তমিজউদ্দিন টেক্সটাইলের শেয়ারের দাম সবচেয়ে বেশি কমেছে। বিনিয়োগকারীদের আগ্রহ কম থাকায় কোম্পানিটির শেয়ার ডিএসইর দাম কমার তালিকার শীর্ষে উঠেছে।

ডিএসই সূত্রে জানা গেছে, সোমবার লেনদেন শেষে তমিজউদ্দিন টেক্সটাইলের শেয়ারের ক্লোজিং দর ছিল ৮৬.৪০ টাকা। মঙ্গলবার লেনদেন শেষে কোম্পানিটির শেয়ারের ক্লোজিং দর কমে দাঁড়ায় ৮০ টাকায়। কোম্পানিটির শেয়ারের দাম কমেছে ৬.৪০ টাকা বা ৭.৪০ শতাংশ।

অন্য কোম্পানিগুলোর মধ্যে শেয়ারের দাম কমেছে বারাকা পতেঙ্গা পাওয়ারের ৫.৫৯ শতাংশ, ফু-ওয়াং ফুডের ৫.৩১ শতাংশ, পপুলার লাইফ ইন্স্যুরেন্সের ৪.৮৮ শতাংশ, অ‌্যাকটিভ ফাইনের ৪.৬১ শতাংশ, শাইনপুকুর সিরামিকের ৪.৫৮ শতাংশ, মাইডাস ফাইন্যান্সের ৩.৮৬ শতাংশ, আরামিট সিমেন্টের ৩.৭৯ শতাংশ, ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্সের ৩.৬০ শতাংশ এবং হাইডেলবার্গ সিমেন্টের ৩.৩৩ শতাংশ।

আরো পড়ুন:

ঢাকা/এনটি/রফিক

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়