ঢাকা     শনিবার   ১৬ নভেম্বর ২০২৪ ||  অগ্রহায়ণ ২ ১৪৩১

ডিএসইর লেনদেনে বেক্সিমকোর অবদান ৪.২৪ শতাংশ

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:১০, ৭ আগস্ট ২০২১  
ডিএসইর লেনদেনে বেক্সিমকোর অবদান ৪.২৪ শতাংশ

দেশের প্রধান পুঁজিবাজারে লেনদেনে গত সপ্তাহে সেরা স্থানটিতে রয়েছে বেক্সিমকো। গত সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) মোট লেনদেনে বেক্সিমকোর অবদান ছিল ৪.২৪ শতাংশ।

সাপ্তাহিক লেনদেন পর্যালোচনায় এ তথ্য জানা গেছে।

তথ্য মতে, গত সপ্তাহে বেক্সিমকোর ২৯৭ কোটি ৩৬ লাখ ৫৫ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। কোম্পানিটির শেয়ার সর্বশেষ ৯৬.৯০ টাকায় বেচাকেনা হয়েছে।

আরো পড়ুন:

ওরিয়ন ফার্মা লিমিটেড গত সপ্তাহে ডিএসইর মোট লেনদেনে ২.৪১ শতাংশ অবদান রেখেছে। কোম্পানিটির লেনদেনের পরিমাণ ছিল ১৬৯ কোটি ২৯ লাখ ২৩ হাজার টাকা। কোম্পানির শেয়ার সর্বশেষ ৬৮.২০ টাকায় বেচাকেনা হয়েছে।
 
গত সপ্তাহে লেনদেনে তৃতীয় অবস্থানে ছিল সাইফ পাওয়ারটেক লিমিটেড। কোম্পানিটির ১৫৩ কোটি ৪০ লাখ ৪৫ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। কোম্পানিটি ডিএসইর মোট লেনদেনে ২.১৯ শতাংশ ভূমিকা রেখেছে। কোম্পানির শেয়ার সর্বশেষ ২৯.১০ টাকায় বেচাকেনা হয়েছে।

গত সপ্তাহে ডিএসইর লেনদেনে শীর্ষ দশ কোম্পানির তালিকায় থাকা অন্য প্রতিষ্ঠানগুলো হচ্ছে- জিপিএইচ ইস্পাত লিমিটেড, আইএফআইসি ব্যাংক, ফু-ওয়াং সিরামিক ইন্ডাস্ট্রিজ, এস এস স্টিল লিমিটেড, মালেক স্পিনিং মিলস, ম্যাকসন্স স্পিনিং মিলস, বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস লিমিটেড।

ঢাকা/এনএফ/ইভা 

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়