দাম কমার শীর্ষে আইএফআইএল ইসলামিক ফান্ড
দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বৃহস্পতিবার (১২ আগস্ট) লেনদেনে অংশ নেওয়া কোম্পানিগুলোর মধ্যে আইএফআইএল ইসলামিক মিউচ্যুয়াল ফান্ড-১ এর ইউনিটের দাম সবচেয়ে বেশি কমেছে। বিনিয়োগকারীদের আগ্রহ কম থাকায় মিউচ্যুযাল ফান্ডটির ইউনিটের দাম বাড়ার তালিকার শীর্ষে উঠে এসেছে।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র জানায়, বুধবার (১১ আগস্ট) লেনদেন শেষে আইএফআইএল ইসলামিক মিউচ্যুয়াল ফান্ড-১ এর ইউনিটের দাম ছিল ৭.২০ টাকা। বৃহস্পতিবার লেনদেন শেষে মিউচ্যুয়াল ফান্ডটির ইউনিটের দাম কমে দাঁড়িয়েছে ৬.৮০ টাকায়। ফলে শেয়ারটির দাম ০.৪০ টাকা বা ৫.৫৬ শতাংশ কমেছে।
ডিএসইর শেয়ারের দাম কমার তালিকায় উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে পেপার প্রসেসিংয়ের ৪.৬৩ শতাংশ, প্রাইম ইন্স্যুরেন্সের ৪.৫৫ শতাংশ, বাংলাদেশ মনোস্পুল পেপারের ৪.১৩ শতাংশ, ফিনিক্স ফাইন্যান্স ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ডে ৩.৮৫ শতাংশ, প্রিমিয়ার সিমেন্টের ৩.৭৯ শতাংশ, ফিনিক্স ইন্স্যুরেন্সের ৩.৬২ শতাংশ, ফার্স্ট জনতা ব্যাংক ফান্ডের ৩.৫৭ শতাংশ, পূরবী জেনারেল ইন্সুরেন্সের ৩.৫৩ শতাংশ এবং ঢাকা ইন্স্যুরেন্সের ৩.৪১ শতাংশ শেয়ারের দাম কমেছে।
/এনটি/এসবি