দুই মিউচ্যুয়াল ফান্ডের লভ্যাংশ ঘোষণা
জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম
পুঁজিবাজারে তালিকাভুক্ত দুই মিউচ্যুয়াল ফন্ডের ট্রাস্টি তাদের ইউনিটহোল্ডারদের জন্য লভ্যাংশ ঘোষণা করেছে। ২০২১ সালের ৩০ জুন সমাপ্ত বছরে জন্য এ লভ্যাংশ ঘোষণা করা হয়।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
যেসব মিউচ্যুয়াল ফান্ডের লভ্যাংশ ঘোষণা করা হয়েছে সেগুলো হলো- সিএপিএম বিডিবিএল মিউচ্যুয়াল ফান্ড এবং সিএপিএম আইবিবিএল মিউচ্যুয়াল ফান্ড।
সিএপিএম বিডিবিএল মিউচ্যুয়াল ফান্ডের ট্রাস্টি তাদের ইউনিটহোল্ডারদের জন্য ১৩ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে। সমাপ্ত হিসাব বছরে ফান্ডটির ইউনিট প্রতি আয় হয়েছে ২.৪১ টাকা। সমাপ্ত হিসাব বছরে বাজার মূল্য অনুযায়ী ফান্ডটির ইউনিট প্রতি প্রকৃত সম্পদ মূল্য (এনএভি) দাঁড়িয়েছে ১১.৮১ টাকা।
এদিকে, সিএপিএম আইবিবিএল মিউচ্যুয়াল ফান্ডের ট্রাস্টি তাদের ইউনিটহোল্ডারদের জন্য ১৩.৫০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। সমাপ্ত হিসাব বছরে ফান্ডটির ইউনিট প্রতি আয় হয়েছে ১.৮৯ টাকা। সমাপ্ত হিসাব বছরে বাজার মূল্য অনুযায়ী ফান্ডটির ইউনিট প্রতি প্রকৃত সম্পদ মূল্য (এনএভি) দাঁড়িয়েছে ১১.৯৭ টাকা।
ফান্ড দুটির লভ্যাংশ সংক্রান্ত রেকর্ড ডেট আগামী ৮ সেপ্টেম্বর নির্ধারণ করা হয়েছে।
ঢাকা/এনএফ/ইভা