দাম কমার শীর্ষে সোনালী পেপার
জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম
দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সোমবার (১৬ আগস্ট) লেনদেনে অংশ নেওয়া কোম্পানিগুলোর মধ্যে সোনালী পেপার অ্যান্ড বোর্ড মিলসের শেয়ারের দাম সবচেয়ে বেশি কমেছে। বিনিয়োগকারীদের আগ্রহ কম থাকায় দাম কমার তালিকার শীর্ষে উঠে এসেছে কোম্পানিটি।
সোমবার (১৬ আগস্ট) ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্য মতে, বৃহস্পতিবার (১২ আগস্ট) সোনালী পেপার অ্যান্ড বোর্ড মিলসের শেয়ারের ক্লোজিং দাম ছিল ৩৯৭.৩০ টাকা। সোমবার কোম্পানিটির শেয়ারের ক্লোজিং দাম কমে দাঁড়ায় ৩৭১.৫০ টাকায়। ফলে কোম্পানিটির শেয়ার দাম কমেছে ২৫.৮০ টাকা বা ৬.৪৯ শতাংশ।
ডিএসইর শেয়ারের দাম কমার তালিকায় উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে প্রগ্রেসিভ লাইফ ইন্স্যুরেন্সের ৫.৩৩ শতাংশ, মিরাকল ইন্ডাস্ট্রিজের ৪.৮৬ শতাংশ, সোনালী লাইফ ইন্স্যুরেন্সের ৪.৬৮ শতাংশ, রহিমা ফুডের ৪.৬৫ শতাংশ, প্রগতি ইন্স্যুরেন্সের ৪.৬২ শতাংশ, রিলায়েন্স ইন্স্যুরেন্সের ৪.৪১ শতাংশ, সিএপিএম আইবিবিএল মিউচ্যুয়াল ফান্ডের ৪.২৮ শতাংশ, ফনিক্স ইন্স্যুরেন্সের ৪.২৬ শতাংশ এবং কপারটেকের ৪.২৪ শতাংশ শেয়ারের দাম কমেছে।
ঢাকিা/এনটি/সনি