ঢাকা     শুক্রবার   ১৩ ডিসেম্বর ২০২৪ ||  অগ্রহায়ণ ২৮ ১৪৩১

বিক্রেতা সংকটে ৪ কোম্পানির শেয়ার

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:৪৮, ১৯ আগস্ট ২০২১   আপডেট: ১২:০৮, ১৯ আগস্ট ২০২১
বিক্রেতা সংকটে ৪ কোম্পানির শেয়ার

পুঁজিবাজারে সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার (১৯ আগস্ট) সূচকের নিম্নমুখি ধারায় লেনদেন শুরু হলেও পরবর্তীতে তা উত্থানে রূপ নিয়েছে। লেনদেন চলাকালীন ৪ কোম্পানির শেয়ার দর বেড়ে বিক্রেতা সংকটে পড়ে হল্টেড হয়েছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

যেসব কোম্পানির শেয়ারে বিক্রেতা সংকটে পড়েছে সেগুলো হলো— সাউথবাংলা ব্যাংক, পূরবী জেনারেল ইন্স্যুরেন্স, কর্ণফুলি ইন্স্যুরেন্স এবং জনতা ইন্স্যুরেন্স।

আরো পড়ুন:

জানা গেছে, বুধবার সাউথবাংলা ব্যাংকের শেয়ার দর ছিল ১৬ টাকা। আজ কোম্পানিটির শেয়ার দর বেড়ে সর্বশেষ ১৭.৬০ টাকায় লেনদেন হয়েছে। কোম্পানিটির শেয়ার দর বেড়েছে ১.৬০ টাকা বা ১০ শতাংশ।

পূরবী জেনারেল ইন্স্যুরেন্স: আগের দিন কোম্পানিটির শেয়ার দর ছিল ৪০.৩০ টাকা। আজ কোম্পানির শেয়ার দর বেড়ে সর্বশেষ ৪৪.৩০ টাকায় বেচাকেনা হয়েছে। কোম্পানিটির শেয়ার দর বেড়েছে ৪ টাকা বা ৯.৯২ শতাংশ।

কর্ণফুলি ইন্স্যুরেন্স: আগের দিন কোম্পানিটির শেয়ার দর ছিল ৪০.৮০ টাকা। আজ কোম্পানির শেয়ার দর বেড়ে সর্বশেষ ৪৪.৮০ টাকায় লেনদেন হয়েছে। কোম্পানিটির শেয়ার দর বেড়েছে ৪ টাকা বা ৯.৮০ শতাংশ।

জনতা ইন্স্যুরেন্স: আগের দিন কোম্পানিটির শেয়ার দর ছিল ৪০.৮০ টাকা। আজ কোম্পানির শেয়ার দর বেড়ে সর্বশেষ ৪৪.৮০ টাকায় বেচাকেনা হয়েছে। কোম্পানিটির শেয়ার দর বেড়েছে ৪ টাকা বা ৯.৮০ শতাংশ। এসব কোম্পানির শেয়ার দর বেড়ে বিক্রেতা সংকটে পড়ে হল্টেড হয়েছে।

ঢাকা/এনএফ/বুলাকী 

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়