সংবেদনশীল তথ্য ছাড়াই দর বাড়ছে সাউথ বাংলা ব্যাংকের
জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম
অপ্রকাশিত মূল্য সংবেদনশীল তথ্য ছাড়াই অস্বাভাবিকভাবে বাড়ছে শেয়ারবাজারে তালিকাভুক্ত সাউথ বাংলা এগ্রিকালচার অ্যান্ড কমার্স ব্যাংক লিমিটেডের শেয়ার দর। ব্যাংক থেকে ঢাকা স্টক এক্সচেঞ্জকে (ডিএসই) এমনটিই জানিয়েছে।
ডিএসই সূত্রে এ তথ্য জানা যায়।
তথ্য মতে, বেশ কিছুদিন ধরে অস্বাভাবিকভাবে বাড়ছে সাউথ বাংলা এগ্রিকালচার অ্যান্ড কমার্স ব্যাংকের শেয়ার দর। এর কারণ জানতে ডিএসই থেকে কোম্পানিটিকে নোটিশ দেয়। নোটিশের জবাবে কোম্পানির পক্ষ থেকে জানানো হয়েছে, কোনো রকম অপ্রকাশিত মূল্য সংবেদনশীল তথ্য ছাড়াই প্রতিষ্ঠানটির শেয়ার দর বাড়ছে।
শেয়ার দর পর্যালোচনায় দেখা গেছে, গত ১১ আগস্ট ব্যাংকটির শেয়ারের দর ছিল ১১ টাকা। গতকাল ব্যাংকটির শেয়ারের দর বেড়ে ২৫.৬০ টাকায় লেনদেন হয়েছে। আলোচ্য সময়ে ব্যাংকটির শেয়ার দর বেড়েছে ১৪.৬০ টাকা বা ১৩৩ শতাংশ। আর এ কারণেই ডিএসই থেকে কোম্পানিটিকে নোটিশ পাঠানো হয়েছে। আর নোটিশের জবাবে কোম্পানি থেকে জানানো হয়েছে, মূল্য সংবেদনশীল তথ্য ছাড়াই প্রতিষ্ঠানটির শেয়ার দর বাড়ছে।
ঢাকা/এনএফ/ইভা