ঢাকা     বুধবার   ০৮ জানুয়ারি ২০২৫ ||  পৌষ ২৪ ১৪৩১

ওয়ালটন ফ্যান কিনে ১ লাখ টাকা পেলেন বেসরকারি চাকরিজীবী

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:৩৬, ৬ সেপ্টেম্বর ২০২১  
ওয়ালটন ফ্যান কিনে ১ লাখ টাকা পেলেন বেসরকারি চাকরিজীবী

সোনারগাঁও প্লাজায় ওয়ালটনের রিচার্জেবল ফ্যান কিনে পাওয়া ১ লাখ টাকা নিচ্ছেন আরমান আলী

ওয়ালটনের একটি রিচার্জেবল ফ্যান কিনে ১ লাখ টাকা পেয়েছেন বেসরকারি চাকরিজীবী আরমান আলী। সোনারগাঁও ওয়ালটন প্লাজা থেকে ফ্যানটি কিনে ডিজিটাল ক্যাম্পেইন সিজন-১১ এর আওতায় ওই সুবিধা পান তিনি। একটি ফ্যান কিনে এত টাকা একসঙ্গে পাওয়ায় মহাখুশি আরমান এবং তার পরিবার।

সম্প্রতি সফলভাবে শেষ হয়েছে ‘ওয়ালটন ডিজিটাল ক্যাম্পেইন সিজন-১১’। বিক্রয়োত্তর সেবা অনলাইনের আওতায় আনতে ওয়ালটনের এ উদ্যোগ। বিভিন্ন সুবিধাসম্বলিত ওই ক্যাম্পেইন ব্যাপক গ্রাহকপ্রিয়তা পেয়েছে। এরই ধারাবাহিকতায় ওয়ালটন এখন দিচ্ছে ‘ফ্যান এক্সচেঞ্জ’ সুবিধা। এর আওতায় ব্যবহার অনুপযোগী বা পুরনো ফ্যান জমা দিয়ে ওয়ালটনের নতুন ফ্যান কিনলেই ক্রেতারা পাচ্ছেন ২০ শতাংশ পর্যন্ত ছাড়। সারা দেশের ওয়ালটন প্লাজা, ডিলার শোরুম ও অন্যান্য আউটলেটে ফ্যান কেনায় এক্সচেঞ্জ সুবিধা পাওয়া যাচ্ছে।

সোমবার (৬ সেপ্টেম্বর, ২০২১) সোনারগাঁও ওয়ালটন প্লাজায় আনুষ্ঠানিকভাবে আরমান আলীর হাতে ১ লাখ টাকার চেক তুলে দেওয়া হয়। এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ওয়ালটনের ক্রেডিট মনিটরিংয়ের কর্মকর্তা মিজানুর রহমান, নারায়ণগঞ্জ এরিয়া ম্যানেজার মাকসুদ আলম এবং প্লাজা ম্যানেজার মনিরুজ্জামান প্রমুখ।

জানা গেছে, বসুন্ধরা গ্রুপের পেপার মিল ইউনিটে এক্সিকিউটিভ হিসেবে চাকরি করছেন আরমান আলী। তার গ্রামের বাড়ি সিরাজগঞ্জের রায়গঞ্জের আয়ের পাড়ায়। স্ত্রী এবং একমাত্র মেয়েকে নিয়ে তার পরিবার। চাকরির সুবাদে থাকেন নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে। গত ১৬ জুন মাত্র ৪ হাজার টাকা দিয়ে ওয়ালটন ফ্যানটি কেনার পর ডিজিটাল রেজিস্ট্রেশন করলে ১ লাখ টাকা পাওয়ার মেসেজ যায় তার মোবাইলে। মেসেজ দেখেই আনন্দে অভিভূত হন আরমান।

আবেগাপ্লুত আরমান বলেন, ‘মেয়ের জন্য ফ্যানটি কিনেছিলাম। এই প্রথম পণ্য কিনে কোনো কিছু উপহার পেলাম। এটা অত্যন্ত আনন্দের। আমাদের বাসায় টিভি ও ফ্রিজসহ সব ধরনের ইলেকট্রনিক্স পণ্যই ওয়ালটন ব্র্যান্ডের। দেশীয় প্রতিষ্ঠান হওয়ায় ওয়ালটনের প্রতি আলাদা টান অনুভব করি সব সময়। ক্রেতাদের এমন সুবিধা কেবল ওয়ালটনই দিতে পারে। ওয়ালটন থেকে পাওয়া টাকায় গ্রামের বাড়িতে একটি গরুর খামার দেব।’

ওয়ালটন ফ্যানের ব্র্যান্ড ম্যানেজার জাকিবুর রহমান সেজান জানান, নতুন ও বিশেষ ফিচারে তৈরি উন্নত প্রযুক্তির প্রায় ১০ ক্যাটাগরির ফ্যান আছে ওয়ালটনের। এসবের মধ্যে আছে সিলিং ফ্যান, টেবিল ফ্যান, রিচার্জেবল ফ্যান, রিচার্জেবল ওয়াল ফ্যান, পেডেস্টাল ফ্যান, এক্সজস্ট ফ্যান, নেট ফ্যান, টর্নেডো ফ্যান ইত্যাদি। এছাড়া, এক্সপোর্ট ক্যাটাগরির বিভিন্ন মডেলের ফ্যান উৎপাদন ও বাজারজাত করছে ওয়ালটন। ক্যাটাগরি অনুযায়ী ওয়ালটন ফ্যানে ৬ মাস থেকে শুরু করে সর্বোচ্চ ১০ বছর পর্যন্ত ওয়ারেন্টি সুবিধা দেওয়া হচ্ছে।

ওয়ালটনের এসব ফ্যানের দাম ৬৮০ টাকা থেকে ৬ হাজার ৫০০ টাকার মধ্যে। কাস্টমাইজ সাইজ, ফ্যাশনেবল ডিজাইন, ডায়নামিক বেল্ড এঙ্গেল, ডাবল শিল্ড বল বেয়ারিং ও ৯৯.৯৯ শতাংশ পিওর কপার মোটর সুবিধা থাকায় ওয়ালটন ফ্যান বাজারে চাহিদার শীর্ষে।


সর্বশেষ

পাঠকপ্রিয়