ন্যাশনাল হাউজিংয়ের পরিচালকের শেয়ার বিক্রির ঘোষণা
জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

শেয়ারবাজারে তালিকাভুক্ত ন্যাশনাল হাউজিং ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেডের এক করপোরেট উদ্যোক্তা পরিচালক ইস্টার্ন ইন্স্যুরেন্স। প্রতিষ্ঠানটি ৯ লাখ ৬৬ হাজার ৫৫৭টি শেয়ার বিক্রির ঘোষণা দিয়েছে।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্য মতে, করপোরেট উদ্যোক্তা পরিচালক ইস্টার্ন ইন্স্যুরেন্সের কাছে ন্যাশনাল হাউজিংয়ের ৫৬ লাখ ৩৫ হাজার ৬২৪টি শেয়ার আছে। এসব শেয়ার থেকে ইস্টার্ন ইন্স্যুরেন্স ৯ লাখ ৬৬ হাজার ৫৫৭টি শেয়ার বিক্রির ঘোষণা দিয়েছে।
আগামী ৩০ কার্যদিবসের মধ্যে এই করপোরেট উদ্যোক্তা পরিচালক ঘোষণাকৃত শেয়ার বর্তমান বাজার দর অনুযায়ী পাবলিক মার্কেটে বিক্রি করবেন।
ন্যাশনাল হাউজিংয়ের শেয়ার বৃহস্পতিবার বেলা সাড়ে ১২টায় ৮৭.৫০ টাকায় লেনদেন হয়েছে।
ঢাকা/এনএফ/ইভা