ঢাকা     শুক্রবার   ০৮ নভেম্বর ২০২৪ ||  কার্তিক ২৪ ১৪৩১

সেবার মান বৃদ্ধির জন্য সরকারকে বিজিএমইএ’র অনুরোধ

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:৪৬, ২৩ সেপ্টেম্বর ২০২১   আপডেট: ১৭:২৯, ২৩ সেপ্টেম্বর ২০২১
সেবার মান বৃদ্ধির জন্য সরকারকে বিজিএমইএ’র অনুরোধ

বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ) হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কার্গো হ্যান্ডেলিং সেবার মান বৃদ্ধির জন্য সরকারকে অনুরোধ জানিয়েছে।

বিজিএমইএ’র ভারপ্রাপ্ত সভাপতি এস এম মান্নানের (কচি) নেতৃত্বে বিজিএমইএ এর একটি প্রতিনিধিদল বৃহস্পতিবার (২৩ সেপ্টেম্বর) বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মাহবুব আলীর সঙ্গে তার সচিবালয় কার্যালয়ে সাক্ষাৎকালে এ অনুরোধ জানান। 

বিজিএমইএ এর সহ-সভাপতি নাসির উদ্দিন, পরিচালক মহিউদ্দিন রুবেল, পরিচালক খসরু চৌধুরী এবং পরিচালক রাজিব চৌধুরী এ সময় উপস্থিত ছিলেন।

আরো পড়ুন:

বিজিএমইএ’র নেতারা বলেন, রপ্তানি কার্গো স্ক্যানিং করার প্রক্রিয়াকে গতিশীল করার জন্য বিমানবন্দরে পর্যাপ্তসংখ্যক ইডিএস মেশিন স্থাপন করা জরুরি। পাশাপাশি, বিমানবন্দরে ইডিএস মেশিনগুলো যাতে সবসময় সচল থাকে, সেজন্য যথাযথভাবে সংরক্ষণ করার উপর জোর দেন তারা।

শিশির/এসবি

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়