শেয়ার বিক্রি করবেন ইস্টার্ন ইন্স্যুরেন্সের ৩ পরিচালক
জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম
শেয়ারবাজারে তালিকাভুক্ত বীমা খাতের ইস্টার্ন ইন্স্যুরেন্সের তিন পরিচালক ২৮ লাখ ২৫ হাজার শেয়ার বিক্রির ঘোষণা দিয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, উদ্যোক্তা পরিচালক মিস উম্মে কুলসুম মান্নানের কাছে ১৪ লাখ ৩৭ হাজার ৯টি শেয়ার রয়েছে। সেখান থেকে তিনি ৫ লাখ ৭০ হাজার শেয়ার বিক্রি করবেন।
এছাড়া, করপোরেট পরিচালক সানম্যান সোয়েটার্সের কাছে ইস্টার্ন ইন্স্যুরেন্সের ১২ লাখ ৪৩ হাজার ৯৪৯টি শেয়ার রয়েছে। সেখান থেকে ৩ লাখ ৮০ হাজার শেয়ার বিক্রি করা হবে।
আর উদ্যোক্তা পরিচালক মেজর (অব.) আব্দুল মান্নানের কাছে ২৭ লাখ ৩৯ হাজার ৫৬৭টি শেয়ার রয়েছে। সেখান থেকে তিনি ১৮ লাখ ৭৫ হাজার শেয়ার বিক্রি করবেন।
চলতি বছরের আগামী ৩১ অক্টোবরের মধ্যে ইস্টার্ন ইন্স্যুরেন্সের এই তিন উদ্যোক্তা ও করপোরেট পরিচালককে তাদের ঘোষণাকৃত শেয়ার বিক্রি সম্পন্ন করতে হবে।
ঢাকা/এনটি/ইভা