নতুন শর্তে প্রি-শিপমেন্ট ক্রেডিট খাতে বিশেষ তহবিল
জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম
করোনার প্রাদুর্ভাবে দেশের ক্ষতিগ্রস্ত উৎপাদন ও রপ্তানিকারকদের জন্য বিশেষ ঋণ সহায়তা দিতে প্রি-শিপমেন্ট ক্রেডিট পুনঃঅর্থায়ন স্কিম নামের পাঁচ হাজার কোটি টাকার একটি বিশেষ তহবিল গঠন করে কেন্দ্রীয় ব্যাংক।
এ তহবিল থেকে গ্রাহক পর্যায়ে দেওয়া ঋণের মেয়াদ যাই হোক না কেন অংশগ্রহণকারী ব্যাংক ১৮০ দিনের মধ্যে পুনঃঅর্থায়নের সব টাকা সুদসহ কেন্দ্রীয় ব্যাংকে পরিশোধ করতে হবে।
বৃহস্পতিবার (৩০ সেপ্টেম্বর) বাংলাদেশ ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ থেকে নতুন নির্দেশনা দিয়ে নির্দেশনা জারি করেছে।
নতুন নির্দেশনায় বলা হয়েছে, একজন গ্রাহককে তহবিলের মেয়াদকাল তিন বছরে সময় কালে পুনঃঅর্থায়ন তহবিলের আওতায় একাধিকবার বিভিন্ন মেয়াদে ঋণ বিতরণ করা যাবে।
গ্রাহক পর্যায়ে ঋণের মেয়াদ যাই হোক না কেন বাংলাদেশ ব্যাংকে সর্বোচ্চ ১৮০ দিন (ছয় মাস) মেয়াদে অংশগ্রহণকারী ব্যাংককে পুনঃঅর্থায়ন করা হবে যা মেয়াদ শেষে সুদসহ এককালীন পরিশোধযোগ্য হবে। ব্যাংক কোম্পানি আইন, ১৯৯৯ এর ৪৫ ধারায় প্রদত্ত ক্ষমতাবলে এ নির্দেশনা জারি করা হয়েছে বলে নির্দেশনায় বলেছে কেন্দ্রীয় ব্যাংক।
এর আগে ২০২০ সালের ১৩ এপ্রিল প্রি-শিপমেন্ট রপ্তানি ঋণ সহায়তা প্রদানের মাধ্যমে তাদের রপ্তানি কার্যক্রম অব্যাহত রেখে বৈদেশিক মুদ্রা অর্জন ও অর্থনীতিতে গতিশীলতা আনয়নের লক্ষ্যে বাংলাদেশ ব্যাংক পাঁচ হাজার কোটি টাকার পুনঃঅর্থায়ন তহবিল সুবিধা দেয়। তিন বছর মেয়াদি প্রি-শিপমেন্ট ক্রেডিট পুনঃঅর্থায়ন স্কিমের গ্রাহক পর্যায়ে সুদহার হবে সর্বোচ্চ পাঁচ শতাংশ। আর অংশগ্রহণকারী ব্যাংক বাংলাদেশ ব্যাংক থেকে দুই শতাংশ সুদে পুনঃঅর্থায়ন সুবিধা পবে।
ঢাকা/এনএফ/সনি