ঢাকা     সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ৯ ১৪৩১

চেম্বার ওয়েলসের সঙ্গে এফবিসিসিআই’র সমঝোতা স্মারক সই

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:২৯, ৯ নভেম্বর ২০২১  
চেম্বার ওয়েলসের সঙ্গে এফবিসিসিআই’র সমঝোতা স্মারক সই

বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণের লক্ষ্যে যুক্তরাজ্যের চেম্বার ওয়েলসের সঙ্গে সমঝোতা স্মারক সই করেছে ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এফবিসিসিআই)।

সোমবার (৮ নভেম্বর) এফবিসিসিআই’র সভাপতি মো. জসিম উদ্দিন, চেম্বার ওয়েলসের সভাপতি পল স্লেভিন এবং ওয়েলস-বাংলাদেশ চেম্বার অব কমার্সের সভাপতি আব্দুল আলীম নিজ নিজ সংগঠনের পক্ষে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন।

অনুষ্ঠানে মো. জসিম উদ্দিন বলেন, ‘যুক্তরাজ্যের বাজারের উপযোগী বহু পণ্য তৈরি করে বাংলাদেশ। তাই, যুক্তরাজ্য ও বাংলাদেশের মধ্যে বাণিজ্য সম্পর্ক জোরদার হলে দুই দেশেরই ভোক্তা এবং ব্যবসায়ীরা লাভবান হবেন। সমঝোতা স্মারক সইয়ের মাধ্যমে দেশটিতে বাংলাদেশের ব্র্যান্ডিং এবং রপ্তানি বহুমুখীকরণের পথ প্রশস্ত হবে। একই সঙ্গে দুই দেশের উদ্যোক্তাদের ব্যবসায়িক সম্পর্ক আরও দৃঢ় হবে।’

আরো পড়ুন:

চেম্বার ওয়েলস এবং ওয়েলস-বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিকে বাংলাদেশি পণ্যের প্রতি যুক্তরাজ্যের ভোক্তাদের আগ্রহী করে তোলার আহ্বান জানান তিনি।

একই দিনে এফবিসিসিআই সভাপতি মো. জসিম উদ্দিন কার্ডিফে ওয়েলসের সমাজসেবাবিষয়ক উপমন্ত্রী জুলি মরগানের সঙ্গে বৈঠক করেন। এ সময় এফবিসিসিআই সভাপতি বলেন, ‘টেকসই প্রবৃদ্ধি, নারীর ক্ষমতায়ন এবং দারিদ্র্য নিরসনের জন্য বাংলাদেশ এখন অন্যান্য উন্নয়নশীল দেশের জন্য অর্থনৈতিক রোল মডেল হিসেবে বিবেচিত। প্রধানমন্ত্রীর নির্দেশনায় খাদ্য নিরাপত্তা, শিক্ষা, স্বাস্থ্যসেবা, দারিদ্র্য বিমোচন, ই-গভর্নেন্স, আধুনিক যোগাযোগ ব্যবস্থাসহ আর্থ-সামাজিক উন্নয়ন হচ্ছে।’

তিনি বলেন, ‘বাংলাদেশই এখন সবচেয়ে বেশি বিনিয়োগবান্ধব নীতি গ্রহণ করেছে। এর মধ্যে আছে—মুনাফা প্রত্যাবাসন, কর অবকাশ এবং মূলধনী যন্ত্রপাতির শুল্কমুক্ত আমদানি। এছাড়া, বাংলাদেশের কর্মঠ জনগোষ্ঠীর বেশিরভাগই শিক্ষিত, দক্ষ এবং পরিশ্রমী।’

সরকারের দেওয়া সুযোগ-সুবিধা এবং দক্ষ শ্রমশক্তির কথা বিবেচনা করে বাংলাদেশে বিনিয়োগ করতে যুক্তরাজ্যের ব্যবসায়ীদের আমন্ত্রণ জানান এফবিসিসিআই’র সভাপতি। তিনি আশা প্রকাশ করেন, যুক্তরাজ্যের বিনিয়োগকারীরা বাংলাদেশে বিশেষায়িত অর্থনৈতিক অঞ্চল এবং পর্যটন খাতে উন্নয়ন প্রকল্প ও বিনিয়োগে এগিয়ে আসবে।

বৈঠক শেষে বাংলাদেশের ব্যবসায়ী প্রতিনিধিদল ঐতিহাসিক কার্ডিফ ক্যাসেল পরিদর্শন করে। এ সময় ওয়েলস-বাংলাদেশ চেম্বার অব কমার্সের নেতারা প্রতিনিধিদলের সঙ্গে ছিলেন।

সমঝোতা স্মারক স্বাক্ষর এবং ওয়েলসের সমাজসেবা উপমন্ত্রীর সঙ্গে বৈঠককালে উপস্থিত ছিলেন—এফবিসিসিআই’র সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মোস্তফা আজাদ চৌধুরী বাবু, ভাইস প্রেসিডেন্ট এম এ মোমেন, মো. আমিনুল হক শামীম, মো. আমিন হেলালী, পরিচালক মো. রেজাউল করিম রেজনু, মো. তবারাকুল তোসাদ্দেক হোসেন খান টিটো, সৈয়দ সাদাত আলমাস কবির, সৈয়দ মোয়াজ্জেম হোসেন, ডা. নাদিয়া বিনতে আমিন, খান আহমেদ শুভ, ডা. ফেরদৌসী বেগম, এফবিসিসিআই’র সাবেক সহ-সভাপতি মো. হেলাল উদ্দিন, সাবেক পরিচালক প্রবীর কুমার সাহা ও ইঞ্জিনিয়ার মো. মহব্বত উল্লাহ।

ঢাকা/শিশির/রফিক

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়