‘গ্রামীণ নারীর অর্থনৈতিক ক্ষমতায়নে ভূমিকা রাখছে এসএমই’
জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম
গ্রামীণ অর্থনীতির বিকাশে ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায় (এসএমই) নারীর অংশগ্রহণ বাড়াতে স্থানীয় পর্যায়ে জ্ঞান বিনিময়ের ওপর জোর দিয়েছেন বিশেষজ্ঞরা। তারা বলছেন, গ্রামীণ নারীর অর্থনৈতিক ক্ষমতায়নে এসএমই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
সোমবার (১৩ ডিসেম্বর) রাজধানীর গুলশান-২ বেঙ্গল ব্লুবেরি হোটেলে এক আলোচনা সভায় এসব কথা বলেন তারা।
আলোচনা সভায়, আর্থিক সেবায় নারীদের কম অংশগ্রহণকে একটি ঝুঁকি হিসেবেও উল্লেখ করেন বক্তারা।
গ্রামীণ নারীদের ক্ষমতায়নে সুইডেন দূতাবাসের অর্থায়নে উইমেনস ইকোনমিক এম্পাওয়ারমেন্ট থ্রু স্ট্রেন্থেনিং মার্কেট সিস্টেম ‘উইএসএমএস’ প্রকল্প বাস্তবায়ন করে আইডিএ এবং এশিয়া ফাউন্ডেশন।
প্রকল্প সমাপনী আলোচনায় বক্তব্য রাখেন ‘উইএসএমএস’ প্রকল্পের টিম লিডার নাভিদ আকবর ও পলিসি এডভোকেসি ব্যবস্থাপক মেহেনাজ চৌধুরী। অনুষ্ঠানে জানানো হয়, দেশের অর্থনীতিতে ২৫ শতাংশ অবদান রাখা সত্বেও এসএমই ব্যবসায় নারী উদ্যোক্তারা মূলধারায় আসতে পারছে না আর্থ-সামাজিক প্রতিবন্ধকতার কারণে।
প্রকল্পের মাধ্যমে গ্রাম ও উপ-শহরের নারীদের অর্থনৈতিক মুক্তির পথ তৈরি হয়েছে বলে জানান কর্মকর্তারা। এছাড়া, উইএসএমএস একটি বিস্তৃত গবেষণা করেছে কোভিডকালীন নারীর কার্যক্রম এবং অবদান নিয়ে।
ঢাকা/হাসান/ইভা