ঢাকা     সোমবার   ১৮ নভেম্বর ২০২৪ ||  অগ্রহায়ণ ৩ ১৪৩১

নারী হোক উদ্যোক্তা স্লোগানে ‘অন দ্য ওয়ে’

প্রেস বিজ্ঞপ্তি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০০:৫৪, ৪ ফেব্রুয়ারি ২০২২  
নারী হোক উদ্যোক্তা স্লোগানে ‘অন দ্য ওয়ে’

‘নারী হোক উদ্যোক্তা’- মূলমন্ত্রে কাজ করছে অনলাইনভিত্তিক প্ল্যাটফর্ম ‘অন দ্য ওয়ে’। এক্ষেত্রে সংগঠনটি দেশে প্রথম এমন উদ্যোগ গ্রহণ করল।

অনলাইনভিত্তিক প্লাটফর্মটির অধীনে রয়েছে নারীদের জন্য ফ্রি ট্রেনিংয়ের ব্যবস্থা। শিগগিরই নারী উদ্যোক্তা হতে আগ্রহীদের জন্য যুক্তরাষ্ট্রের স্বনামধন্য ৬টি প্রতিষ্ঠানে ট্রেনিং অনুষ্ঠিত হবে। তারা প্রয়োজনীয় বিভিন্ন বিষয় সম্পর্কে ট্রেনিং দেবেন। 

এছাড়াও ‘অন দ্য ওয়ে’ প্ল্যাটফর্মটিতে নারীদের জন্য রয়েছে বিভিন্ন ধরনের আইটি সুবিধা। এক্ষেত্রে পারদর্শী নারীদের জন্য থাকছে আউটসোর্সিংয়ের সুযোগ। বিভিন্ন ধরনের ফ্রি রেডি সফটওয়্যার রয়েছে; যেগুলোর সাহায্যে নারীদের উদ্যোক্তা হওয়ার পথ আরও সহজ এবং ঝামেলাবিহীন হতে পারে।

শুধুমাত্র নারী উদ্যোক্তাদের জন্য Q-Social নামে একটি সোশ্যাল মিডিয়ারও কাজ এরই মধ্যে শুরু করেছে ‘অন দ্য ওয়ে’। মূলত নারী উদ্যোক্তাদের সঙ্গে নিয়েই তাদের এই পথচলা।

‘অন দ্য ওয়ে’র ওয়েবসাইট- www.onthe-way.com 

ঢাকা/এনএইট


সর্বশেষ

পাঠকপ্রিয়