ঢাকা     বুধবার   ২৫ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ১০ ১৪৩১

ইভ্যালির রেঞ্জ রোভার বিক্রি হলো ১ কোটি ৮১ লাখ টাকায়

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:৫১, ১০ ফেব্রুয়ারি ২০২২   আপডেট: ১৫:১৩, ১০ ফেব্রুয়ারি ২০২২
ইভ্যালির রেঞ্জ রোভার বিক্রি হলো ১ কোটি ৮১ লাখ টাকায়

ইভ্যালির নিলামে তোলা বিলাসবহুল রেঞ্জ রোভার

ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালির রেঞ্জ রোভার গাড়িটি ১ কোটি ৮১ লাখ ৫০ হাজার টাকায় বিক্রি হয়েছে। গাড়িটি সর্বোচ্চ দাম দিয়ে কিনে নেন ইঞ্জিনিয়ার হাবিবুর রহমান নামে এক ব্যক্তি।

বৃহস্পতিবার (১০ ফেব্রুয়ারি) সকাল ১১ টা ৪৯ মিনিটে রাজধানীর ধানমন্ডির ১৪ নম্বর সড়কের ৩ নম্বর বাড়ির ভিক্টোরিয়া কনভেনশন সেন্টারে এ নিলাম শুরু হয়।

আরো পড়ুন:

ইভ্যালির বিলাসবহুল সাত গাড়ি তোলা হয় নিলামে

ইভ্যালির রেঞ্জ রোভার গাড়িটি নিলামে দর হাঁকিয়েছেন ১৫ জন। এর মধ্যে ১ কোটি ৮১ লাখ ৫০ হাজার সর্বোচ্চ দর হাঁকিয়ে গাড়িটি কিনে নেন ইঞ্জিনিয়ার হাবিবুর রহমান। নিলামের শুরুতে গাড়িটির ন্যূনতম দাম এক কোটি ৬০ লাখ টাকা ধরা হয়েছিল।

রেঞ্জ রোভারসহ সাতটি গাড়ি বিক্রির জন্য নিলাম শুরু করে ইভ্যালির বর্তমান পরিচালনা পর্ষদ।

গত বুধবার (৯ ফেব্রুয়ারি) ইভ্যালির বর্তমান ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মো. মাহবুব কবীর স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে নিলামের বিষয়টি জানানো হয়।

নিলামে তোলা গাড়ির ধরন ও বিবরণ
 ১. ঢাকা মেট্রো-ঘ-১৮-৭০৯৮। রেজি. সন জুন ২০২০। রেঞ্জ রোভার। ব্র্যান্ড-ল্যান্ড রোভার। তৈরি সন ২০২০। ন্যূনতম নিলাম মূল্য ১ কোটি ৬০ লাখ টাকা।

২. ঢাকা মেট্রো-গ-৪৫-৪১২৭। রেজি. সন জানুয়ারি ২০২১। টয়োটা প্রিউস। ব্র্যান্ড-টয়োটা। তৈরি সন ২০১৫। ন্যূনতম নিলাম মূল্য ১৩ লাখ ৫০ হাজার।

৩. ঢাকা মেট্রো-ঘ-১৮-৭৫১২। রেজি. সন জুলাই ২০২০। টয়োটা চিএইচআর হাইব্রিড। ব্র্যান্ড টয়োটা। তৈরি সন ২০১৭। ন্যূনতম নিলাম মূল্য ১৮ লাখ টাকা।

৪. ঢাকা মেট্রো-গ-৪৫-৪৬২০। রেজি. সন জানুয়ারি ২০২১। টয়োটা এক্সিও। ব্র্যান্ড টয়োটা। তৈরি সন ২০১৫। ন্যূনতম নিলাম মূল্য ৯ লাখ ১৮ হাজার টাকা।

৫. ঢাকা মেট্রো-গ-৪৫-৪৬২১। রেজি. সন জানুয়ারি ২০২১। হোন্ডা ভেসেল। ব্র্যান্ড হোন্ডা। তৈরি সন ২০১৫। ন্যূনতম নিলাম মূল্য ৯ লাখ ১৮ হাজার টাকা।

৬. ঢাকা মেট্রো-ঘ-১৮-৯৬১৫। রেজি. সন জানুয়ারি ২০২১। হোন্ডা ভেসেল। ব্র্যান্ড হোন্ডা। তৈরি সন ২০১৫। ন্যূনতম নিলাম মূল্য ১৬ লাখ টাকা।

৭. ঢাকা মেট্রো-চ-৫৬-৪৮২২। রেজি. সন জুন ২০২০। মাইক্রোবাস। ব্যান্ড টয়োটা। তৈরি সন ২০১৫। ন্যূনতম নিলাম মূল্য ১২ লাখ টাকা। 

/মেয়া/এসবি/

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়