ঢাকা     মঙ্গলবার   ২৪ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ১০ ১৪৩১

‘ইনস্টাইল বাই শিফা’ এখন বসুন্ধরা সিটিতে

নিউজ ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:৫৯, ৬ জুন ২০২২  
‘ইনস্টাইল বাই শিফা’ এখন বসুন্ধরা সিটিতে

দেশীয় ফ্যাশন ব্র্যান্ড ‘ইনস্টাইল বাই শিফা’ তাদের ৫ম আউটলেটে উদ্বোধন করেছে। 

শুক্রবার (৩ মে) রাজধানীর বসুন্ধরা সিটির লেভেল ১, ব্লক সি, দোকান-৯৫ তে আয়োজিত এক অনুষ্ঠানে এই আউটের উদ্বোধন করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির সিইও এফ এইচ চৌধুরী (সামি), এমডি শিফা ও ব্র্যান্ড অ্যাম্বাসেডর সানজিদা প্রমুখ।

আরো পড়ুন:

অনুষ্ঠানে জানানো হয়, এখানে ছেলে ও মেয়েদের ডিজাইনার ড্রেস, গাউন, অভায়াসহ হিজাব এক্সেসরিজ পাওয়া যায়। প্রতিষ্ঠানটির সিইও আশা প্রকাশ করেন, অন্যান্য আউটলেটের মতো বসুন্ধরাসিটিতেও ‘ইনস্টাইল বাই শিফা’ ভালো সারা ফেলবে।

উল্লেখ্য, প্রতিষ্ঠানটির ম্যানেজিং ডিরেক্টর কাজী সারোয়াত জাহান (শিফা) একজন সফল নারী উদ্দোক্তা হিসেবে দীর্ঘ ১২ বছর ধরে কাজ করে প্রতিষ্ঠানটিকে একটি উন্নতমানের দেশীয় ব্র্যান্ড হিসেবে দাঁড় করিয়েছে। যার ফলে ‘ইনস্টাইল বাই শিফার’ অন্যান্য আউটলেট ঢাকার সীমান্ত সম্ভার, কুমিল্লার প্ল্যানেট এস আর, চট্টগ্রামের আফমী প্লাজাসহ সবগুলোই জমজমাট।

/সুমন/সাইফ/


সর্বশেষ

পাঠকপ্রিয়