ঢাকা     বৃহস্পতিবার   ১৬ জানুয়ারি ২০২৫ ||  মাঘ ২ ১৪৩১

ওয়ালটনে জাতীয় শোক দিবস পালিত

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:১০, ১৬ আগস্ট ২০২২  
ওয়ালটনে জাতীয় শোক দিবস পালিত

জাতীয় শোক দিবসের কর্মসূচির অংশ হিসেবে ওয়ালটন করপোরেট অফিস প্রাঙ্গণে বৃক্ষরোপণ করা হয়

দুই দিনব্যাপী নানা কর্মসূচির মাধ্যমে স্বাধীনতার মহান স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদাতবার্ষিকী ও জাতীয় শোক দিবস পালন করেছে ওয়ালটন গ্রুপ।

সোমবার (১৫ আগস্ট) সকালে প্রতিষ্ঠানটির করপোরেট অফিসে জাতীয় পতাকা অর্ধনমিত করার মাধ্যমে কর্মসূচির শুরু হয়। সে সময় ওয়ালটন পরিবারের সদস্যরা কালো ব্যাজ ধারণ করেন।

আরো পড়ুন:

পরে মঙ্গলবার (১৬ আগস্ট) কোরআন তেলাওয়াত এবং জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ ১৯৭৫ সালের ১৫ আগস্ট নিহত অন্যদের আত্মার শান্তি কামনায় দোয়া করা হয়। কর্মসূচির অংশ হিসেবে ওয়ালটন করপোরেট অফিস প্রাঙ্গণে বৃক্ষরোপণ করা হয়।

বঙ্গবন্ধুর ৪৭তম শাহাদাতবার্ষিকীতে জাতীয় শোক দিবসের কর্মসূচিতে অংশ নেন ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসির ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর হুমায়ূন কবীর, গ্লোবাল বিজনেস ডিভিশনের প্রেসিডেন্ট এডওয়ার্ড কিম, সিনিয়র এক্সিকিউটিভ ডিরেক্টর এস এম জাহিদ হাসান, ফিরোজ আলম, আমিন খান প্রমুখ।

অগাস্টিন সুজন/রফিক

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়