ঢাকা     রোববার   ২৪ নভেম্বর ২০২৪ ||  অগ্রহায়ণ ১০ ১৪৩১

ব্যাংক খাতে সমস্যা আছে: পরিকল্পনামন্ত্রী

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:৩৮, ২৯ সেপ্টেম্বর ২০২২  
ব্যাংক খাতে সমস্যা আছে: পরিকল্পনামন্ত্রী

পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান (ফাইল ফটো)

পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেছেন, ‘ব্যাংক খাতে সমস্যা আছে। আমরা এগুলো মোকাবিলা করব এবং সমাধানের একটা পথ বের করব।’

বৃহস্পতিবার (২৯ সেপ্টেম্বর) রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল হোটেলে ‘বাংলাদেশ কান্ট্রি ইকোনোমিক মেমোরেনডাম’ বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

বর্তমান রাজনৈতিক অস্থিরতার কথা উল্লেখ করে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেন, ‘সড়কে লাঠিসোটা নিয়ে দ্রব্যমূল্য কমানো যাবে না। লাঠিসোটা দিয়ে মূল্যস্ফীতি বা মুদ্রাস্ফীতিও কমানো যায় না। মূল্যস্ফীতি কমাতে গেলে বসে কথা বলতে হবে। আমাদের মিলেমিশে কাজ করতে হবে।’

আরো পড়ুন:

তিনি আরও বলেন, ‘কাগজে রাজনৈতিক সংঘর্ষের খবর দেখি। এটা লুকানোর কোনো বিষয় না। আমি রাজনৈতিক সংঘর্ষের কথা বলছি না বা রাজনৈতিক অনিশ্চয়তার কথা বলছি না। আকাশে কালো মেঘ দেখতে পাই। আমরা আশা করব, কালো মেঘ থেকে ঝড় আসবে না। ঝড় কারোর জন্যই মঙ্গল হবে না। এটা সকলের জন্যই অমঙ্গল হবে। আজকে আবারও বলছি, আমাদের সবাইকে আলোচনার পথে আসতে হবে। একটা বিশ্বমানের রাষ্ট্র হিসেবে আমরা এটাকে প্রতিষ্ঠা করতে চাই। সেই বিবেচনায় আমাদের বিশ্বমানের আচরণও করতে হবে। আমি বিনয়ের সঙ্গে সকল মহলের রাজনীতিকদের বলব, আসুন আলোচনা করি।’

ব্যাংক খাত প্রসঙ্গে এম এ মান্নান বলেন, ‘ব্যাংক খাতে সমস্যা আছে। এগুলো মোকাবিলা করব। আমরা এগুলো সমাধান করব। আমাদের সংস্কার করতেই হবে। আমাদের ভোটাররা এটা চায়। পলিটিক্যাল কিছু বিষয় আছে, এটা অস্বীকার করার উপায় নেই।’

দেশের উন্নয়ন তুলে ধরে পরিকল্পনামন্ত্রী বলেন, ‘জোর কদমে হাঁটতে পারব না, তবে কদম সামনে যাবেই। আমরা সঠিক পথে আছি। শেখ হাসিনার কৌশলে দেশের কল্যাণ হচ্ছে। শেখ হাসিনার কৌশলের ফল আমরা হাতে হাতে পেয়েছি। দেশে প্রবৃদ্ধি বেড়েছে, খাদ্যঘাটতি কমেছে, ঘরে ঘরে বিদ্যুৎ গেছে, খাদ্য উৎপাদন বেড়েছে, সাক্ষরতার হার বেড়েছে। সারা দেশে এপার-ওপার করতে পারেন—সেতু হয়েছে, কালভার্ট হয়েছে। শ্যামগঞ্জ থেকে সুনামগঞ্জ, টেকনাফ থেকে তেঁতুলিয়া গাড়ি চালিয়ে যাবেন, একটা খালও আপনার জন্য সমস্যা না, সবখানে সেতু। এগুলো আমরাই করেছি।’

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন—বিশ্বব্যাংকের ভারপ্রাপ্ত কান্ট্রি ডিরেক্টর ড্যান ড্যান চেন, বিশ্বব্যাংকের বাংলাদেশ আবাসিক মিশনের সাবেক মুখ্য অর্থনীতিবিদ ড. জাহিদ হোসেন প্রমুখ।

হাসিবুল/রফিক

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়