ঢাকা     সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ৯ ১৪৩১

চলছে ১০-১০ দেশীয় অনলাইন শপিং উৎসব

নিউজ ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:০৪, ১২ অক্টোবর ২০২২   আপডেট: ১০:০৫, ১২ অক্টোবর ২০২২
চলছে ১০-১০ দেশীয় অনলাইন শপিং উৎসব

দেশের শীর্ষস্থানীয় ৩০টি ই-কমার্স প্রতিষ্ঠানের যৌথ আয়োজনে শুরু হয়েছে ‘১০-১০ দেশীয় অনলাইন শপিং উৎসব’। ‘দেশের টাকা দেশেই থাকুক’ এই শ্লোগানকে সামনে রেখে প্রতি বছরের মতো এবারও ১০ অক্টোবর থেকে ২৫ অক্টোবর পর্যন্ত চলবে এই উৎসব।

উৎসব উপলক্ষে দেশের প্রথম চেইন বুকশপ ‘পিবিএস’ ( https://pbs.com.bd) দিচ্ছে ফ্রি ডেলিভারি, জনপ্রিয় বইসমূহে ৩০% পর্যন্ত ছাড়, নির্বাচিত বিদেশি বইসমূহে ৫০% পর্যন্ত ছাড়সহ আকর্ষণীয় সব অফার।

দেশীয় ই-কমার্স প্রতিষ্ঠানগুলোর অর্জনকে তুলে ধরার জন্য পঞ্চমবারের মতো আয়োজিত এই উৎসবে আরও অংশ নিচ্ছে পাঠাও ফুডস, আজকের ডিল, সেবা এক্স ওয়াই জেড, ওভাই, বাংলা শপারস, বিডি শপ, বাটা, দর্জি বাড়ি, গরিলা মুভ, রকমারি প্রভৃতি প্রতিষ্ঠান। 

আরো পড়ুন:

এবারের উৎসবে পেমেন্ট পার্টনার থাকছে ‘বিকাশ’ ও ডেলিভারি পার্টনার ‘ডেলিভারি টাইগার’। উৎসবের বিস্তারিত তথ্য পাওয়া যাবে www.TenTen.com.bd ঠিকানায়।

/সাইফ/

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়