ঢাকা     শুক্রবার   ১০ জানুয়ারি ২০২৫ ||  পৌষ ২৬ ১৪৩১

আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের নতুন এএমডি এস এম জাফর

নিউজ ডেস্ক  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:১০, ৩১ অক্টোবর ২০২২  
আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের নতুন এএমডি এস এম জাফর

এস এম জাফর

আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক লিমিটেডের নতুন অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক (এএমডি) হিসেবে এস এম জাফর নিয়োগ পেয়েছেন। 

এ পদে নিয়োগের আগে তিনি ১৭ জানুয়ারি ২০১৬ তারিখ থেকে আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক লিমিটেডের উপব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) হিসেবে দায়িত্ব পালন করেছেন। এর আগে তিনি ন্যাশনাল ব্যাংক এবং প্রিমিয়ার ব্যাংকের ডিএমডি হিসেবে দায়িত্ব পালন করেন।

এস এম জাফর শিক্ষানবিশ কর্মকর্তা হিসেবে ১৯৮৫ সালে আরব বাংলাদেশ ব্যাংকে যোগদানের মাধ্যমে তাঁর কর্মজীবন শুরু করেন । 
ব্যাংকিং অপারেশন বিশেষ করে বিনিয়োগ, বৈদেশিক বাণিজ্য এবং মার্কেটিং কার্যক্রমে তার রয়েছে বিশেষ অভিজ্ঞতা। তিনি স্থানীয় ও আন্তর্জাতিক বহু প্রতিষ্ঠান থেকে ব্যাংকিং বিষয়ে প্রশিক্ষণ গ্রহণ করেছেন এবং দেশে ও বিদেশে অনুষ্ঠিত ব্যাংকিং এবং আর্থিক খাত সংশ্লিষ্ট বিভিন্ন সেমিনার, সিম্পোজিয়াম, কর্মশালা ও প্রশিক্ষণ কর্মসূচিতে অংশগ্রহণ করেন। বিজ্ঞপ্তি।

আরো পড়ুন:

ঢাকা/ইভা

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়