পুঁজিবাজার নিয়ে ফেসবুকে অপপ্রচার, বিএসইসির মামলা
ফেসবুকে পুঁজিবাজার নিয়ে অপপ্রচারের অভিযোগে ‘বিডি স্টক ডিসকাশন’ (facebook.com/bdstocksdiscussion) নামের পেজের মডারেটর মো. আবু রমিমের বিরুদ্ধে মামলা করেছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।
মঙ্গলবার (২২ নভেম্বর) রাজধানীর শেরেবাংলা নগর থানায় এজাহার দায়ের করেন বিএসইসির সহকারী পরিচালক মো. মাসুম বিল্লাহ।
এ বিষয়ে বিএসইসির নির্বাহী পরিচালক ও মুখপাত্র মোহাম্মদ রেজাউল করিম সাংবাদিকদের বলেন, অনেক দিন ধরেই একটি চক্র সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করা বিভিন্ন অপপ্রচার চালিয়ে আসছে। এদের আইনের আওতায় আনতে কমিশনও বেশ কিছুদিন ধরে তৎপর। তারই ধারাবাহিকতায় সামাজিক যোগাযোগ মাধ্যমে বিডি স্টক ডিসকাশনের মাধ্যমে অপ্রপচার ছড়ানো মো. আবু রমিমের বিরুদ্ধে এজাহার দায়ের করা হয়েছে।
বিএসইসির দায়ের করা এজাহারে বলা হয়েছে, বিডি স্টক ডিসকাশনের মডারেটর মো. আবু রমিম শেয়ারবাজারের স্থিতিশীলতা নষ্ট করার উদ্দেশ্যে/বিনিয়োগকারীদের প্রতারিত করার উদ্দেশ্যে মিথ্যা তথ্য পরিবেশন করে। আবু রমিম মিথ্যা, কাল্পনিক ও বিভ্রান্তিকর পোস্ট করেন বলে এজাহারে উল্লেখ করা হয়েছে। এর মাধ্যমে অভিযুক্ত ব্যক্তি তথা মো. আবু রমিম সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ারবাজার সম্পর্কিত মিথ্যা তথ্য প্রচার করে সাধারণ জনগণের মাঝে বিভ্রান্তি সৃষ্টি করছেন।
/এনটি/সাইফ/