ঢাকা     শুক্রবার   ০৩ জানুয়ারি ২০২৫ ||  পৌষ ১৯ ১৪৩১

ইবনে সিনার মুনাফা বেড়েছে

জ‌্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:০২, ২৯ জানুয়ারি ২০২৩  
ইবনে সিনার মুনাফা বেড়েছে

পুঁজিবাজারে তালিকাভুক্ত ওষুধ ও রসায়ন খাতের কোম্পানি ইবনে সিনা ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি পিএলসির পরিচালনা পর্ষদ চলতি হিসাব বছরের (অক্টোবর-ডিসেম্বর, ২০২২) ও অর্ধবার্ষিক (জুলাই-ডিসেম্বর, ২০২২২) প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী আলোচ্য প্রান্তিকে কোম্পানিটির শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) ৩৮.২২ শতাংশ বেড়েছে।

রোববার (২৯ জানুয়ারি) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্য মতে, কোম্পানিটির চলতি হিসাব বছরের ৬ মাসে শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ১০.৫৩ টাকা। আগের বছরের একই সময়ে কোম্পানিটির ইপিএস ছিল ১০.৪৯ টাকা। সে হিসাবে আলোচ্য প্রান্তিকে কোম্পানিটির মুনাফা ০.০৪ বা ০.৩৮ শতাংশ বেড়েছে।

আরো পড়ুন:

অপরদিকে, কোম্পানিটির চলতি হিসাব বছরের দ্বিতীয় প্রান্তিক কোম্পানিটির শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ৫.৯০ টাকা। আগের বছরের একই সময়ে কোম্পানিটির ইপিএস ছিল ৫.৯৭ পয়সা। এ হিসাবে আলোচ্য প্রান্তিকে কোম্পানিটির মুনাফা ০.০৭ টাকা বা ১.১৭ শতাংশ কমেছে।

২০২২ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৮৭.৮৩ টাকা।

ঢাকা/তানিম/ইভা

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়