ঢাকা     সোমবার   ১৮ নভেম্বর ২০২৪ ||  অগ্রহায়ণ ৩ ১৪৩১

নারী দিবসের প্রতিপাদ্য নির্ধারণ করলো কেন্দ্রীয় ব্যাংক

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:৩৭, ৬ মার্চ ২০২৩  
নারী দিবসের প্রতিপাদ্য নির্ধারণ করলো কেন্দ্রীয় ব্যাংক

আগামী ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস। এই দিনকে সামনে রেখে দেশের ব্যাংকগুলোর জন্য এবারের নারী দিবসের প্রতিপাদ্য নির্ধারণ করে দিয়ে সার্কুলার জারি করেছে কেন্দ্রীয় ব্যাংক। দেশে সব ব্যাংককে এই প্রতিপাদ্য অুনযায়ী নারী দিবস পালন করার নির্দেশনা দিয়েছে বাংলাদেশ ব্যাংক।

সোমবার (৬ মার্চ) কেন্দ্রীয় ব্যাংকের ব্যাংকিং, প্রবিধি ও নীতি বিভাগ এ সংক্রান্ত সার্কুলার জারি করে সব ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তার কাছে পাঠিয়েছে।

কেন্দ্রীয় ব্যাংকের সার্কুলার অনুযায়ী নারী দিবসের বাংলা প্রতিপাদ্য ‘ডিজিটাল প্রযুক্তি ও উদ্ভাবন জেন্ডার বৈষম্য করবে নিরসন’। ইংরেজি প্রতিপাদ্য ‘DigitALL: Innovation and technology for gender equality’।

আরো পড়ুন:

সার্কুলারে বলা হয়েছে, আগামী ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস যথাযোগ্য মর্যদায় দেশব্যাপী উদযাপন উপলক্ষে আয়োজিত সব কার্যক্রমে প্রতিপাদ্য লিপিবদ্ধ করার পরামর্শ দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

১৯৯১ সালের ব্যাংক কোম্পানি আইনের ৪৫ ধারায় প্রদত্ত ক্ষমতাবলে এ নির্দেশনা জারি করেছে কেন্দ্রীয় ব্যাংক।

এনএফ/রফিক

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়