ঢাকা     শুক্রবার   ২৭ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ১২ ১৪৩১

ডিএসইতে সাপ্তাহিক লেনদেনের শীর্ষে সি পার্ল বিচ

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:১৭, ২৫ মার্চ ২০২৩  
ডিএসইতে সাপ্তাহিক লেনদেনের শীর্ষে সি পার্ল বিচ

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বিদায়ী সপ্তাহে (১৯ থেকে ২৩ মার্চ) কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডগুলোর মধ্যে লেনদেনের শীর্ষে উঠে এসেছে সেবা ও আবাসন খাতে তালিকাভুক্ত কোম্পানি সি পার্ল বিচ রিসোর্ট অ্যান্ড স্পা লিমিটেড। সপ্তাহজুড়ে কোম্পানিটির ৩৭ লাখ ৪২ হাজার ৮৪২টি শেয়ার লেনদেন হয়েছে, যার বাজার মূল্য ১১৫ কোটি ৪৬ লাখ ৮৪ হাজার টাকা।

ডিএসইর সাপ্তাহিক পর্যালোচনা সূত্রে এ তথ্য জানা গেছে।

লেনদেনের শীর্ষ তালিকার দ্বিতীয় স্থানে থাকা রূপালী লাইফ ইন্স্যুরেন্সের ৮৩ লাখ ৪১ হাজার ৬৯৭টি শেয়ার লেনদেন হয়েছে, যার বাজার মূল্য ৭৯ কোটি ৬৮ লাখ ১৩ হাজার টাকা।

আরো পড়ুন:

তৃতীয় স্থানে থাকা ইস্টার্ন হাউজিংয়ের ৬৮ লাখ ৫১ হাজার ৭৭৪টি শেয়ার লেনদেন হয়েছে, যার বাজার মূল্য ৬৭ কোটি ২৪ লাখ ৩১ হাজার টাকা।

লেনদেনের শীর্ষ তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- শাইনপুর সিরামিকসের ৬৬ কোটি ৩২ লাখ ২ হাজার টাকা, রংপুর ডেইরির ৬৫ কোটি ৭২ লাখ ৬৬ হাজার টাকা, বাংলাদেশ শিপিং করপোরেশনের ৬৩ কোটি ১৩ লাখ ৯৯ হাজার টাকার, জেনেক্স ইনফোসিসের ৫৯ কোটি ৯২ লাখ ২৬ হাজার টাকার, অলিম্পিক ইন্ডাস্ট্রিজের ৫৪ কোটি ৬৫ লাখ ৬ হাজার টাকা, এডিএন টেলিকমের ৫০ কোটি ৩৩ লাখ ৬২ হাজার টাকা এবং আল-হাজ্ব টেক্সটাইলের ৪০ কোটি ১ লাখ ৬০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

ঢাকা/এনটি/ইভা 

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়