দেশ গার্মেন্টসের উদ্যোক্তা-পরিচালকদের শেয়ার বিক্রি সম্পন্ন
জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম
পুঁজিবাজারে বস্ত্র খাতে তালিকাভুক্ত কোম্পানি দেশ গার্মেন্টসের ৫৯ হাজার ২৪টি শেয়ার বিক্রি সম্পন্ন করেছে টুটেলার অয়েল সার্ভিসেস কোম্পানি (প্রাইভেট) লিমিটেড।
বৃহস্পতিবার (৩০ মার্চ) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্য মতে, টুটেলার অয়েল সার্ভিসেস কোম্পানি (প্রাইভেট) লিমিটেডের চেয়ারম্যান মিসেস রোকেয়া কাদের, ব্যবস্থাপনা পরিচালক ওমর কাদের খান এবং উপ-ব্যবস্থাপনা পরিচালক মিসেস বিদ্যা অমৃত খান দেশ গার্মেন্টস লিমিটেডের উদ্যোক্তা ও পরিচালক। কোম্পানিটির এই উদ্যোক্তা ও পরিচালকরা দেশ গার্মেন্টস লিমিটেডের ৫৯ হাজার ২৪টি শেয়ার বর্তমান বাজার মূল্যে বিক্রি করেছেন। এর মধ্যে পাবলিক মার্কেটে ২৯ হাজার শেয়ার এবং ব্লক মার্কেটে ৩০ হাজার ২৪টি বিক্রি করা হয়েছে।
এর আগে চলতি বছরের গত ৩০ জানুয়ারি টুটেলার অয়েল সার্ভিসেস কোম্পানি (প্রাইভেট) লিমিটেডের চেয়ারম্যান মিসেস রোকেয়া কাদের, ব্যবস্থাপনা পরিচালক ওমর কাদের খান এবং উপ-ব্যবস্থাপনা পরিচালক মিসেস বিদ্যা অমৃত খান দেশ গার্মেন্টস লিমিটেডের ৫৯ হাজার ২৪টি শেয়ার বিক্রির ঘোষণা দেন। উল্লেখিত পরিমাণ শেয়ার আগামী ৩০ কর্মদিবসের মধ্যে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) পাবলিক ও ব্লক মার্কেটে বিক্রির ঘোষণা দেওয়া হয়।
ঢাকা/এনটি/ইভা