ঢাকা     সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ৮ ১৪৩১

পররাষ্ট্র মন্ত্রণালয়ের জন্য বরাদ্দ ১,৬৫৭ কোটি টাকা

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:৪০, ১ জুন ২০২৩   আপডেট: ২২:৫২, ১ জুন ২০২৩
পররাষ্ট্র মন্ত্রণালয়ের জন্য বরাদ্দ ১,৬৫৭ কোটি টাকা

প্রস্তাবিত ২০২৩-২৪ অর্থবছরের বাজেটে পররাষ্ট্র মন্ত্রণালয়ের জন্য ১ হাজার ৬৫৭ কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে। যা ২০২২-২৩ অর্থবছরের বাজেটের চেয়ে ৫৬ কোটি টাকা বেশি।

বৃহস্পতিবার (১ জুন) জাতীয় সংসদে ২০২৩-২৪ অর্থবছরের জন্য প্রস্তাবিত বাজেট উপস্থাপনের সময় এ তথ্য জানান অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপস্থিতিতে এ বাজেট উপস্থাপন করেন তিনি।

মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণ, কর্মসংস্থান সৃষ্টি ও স্মার্ট বাংলাদেশ গড়ার প্রয়াসকে গুরুত্ব দিয়ে ৭ লাখ ৬১ হাজার ৭৮৫ কোটি টাকার জাতীয় বাজেট পেশ করেছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।

আরো পড়ুন:

এটি ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকারের চলতি মেয়াদের শেষ বাজেট। এবারের বাজেট আগের বাজেটের চেয়ে ১২.৩৪ শতাংশ বড়। ২০২২-২৩ অর্থবছরে ৬ লাখ ৭৮ হাজার ৬৪ কোটি টাকার বাজেট দেওয়া হয়েছিল। 

হাসান/রফিক

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়