ঢাকা     শনিবার   ০৫ অক্টোবর ২০২৪ ||  আশ্বিন ২০ ১৪৩১

ডিজিটাল ব্যাংকে বিনিয়োগ করবে এমকে ফুটওয়্যার-কুইন সাউথ

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:৪০, ২২ আগস্ট ২০২৩  
ডিজিটাল ব্যাংকে বিনিয়োগ করবে এমকে ফুটওয়্যার-কুইন সাউথ

পুঁজিবাজারে তালিকাভুক্ত দুটি কোম্পানি ডিজিটাল ব্যাংকে বিনিয়োগ করার সিদ্ধান্ত নিয়েছে। কোম্পানিগুলো হলো—এমকে ফুটওয়্যার লিমিটেড ও কুইন সাউথ টেক্সটাইল মিলস লিমিটেড।

মঙ্গলবার (২২ আগস্ট) ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (ডিএসই-সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

উল্লিখিত কোম্পানি দুটি আরও কয়েকটি কোম্পানি মিলে একটি কনসোর্টিয়াম গঠনের মাধ্যমে ডিজিটাল ব্যাংকের লাইসেন্সের জন্য আবেদন করবে। কোম্পানি দুটির পরিচালনা পর্ষদ ওই কনসোর্টিয়ামে যোগ দেওয়া ও প্রস্তাবিত ব্যাংকে স্পন্সর শেয়ারহোল্ডার হিসেবে থাকার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে।

আরো পড়ুন:

প্রস্তাবিত ব্যাংকের নাম হবে ‘ওপেন ডিজিটাল ব্যাংক পিএলসি’ (Open Digital Bank PLC)। ব্যাংকটির পরিশোধিত মূলধন থাকবে ১২৫ কোটি টাকা। এর মধ্যে এমকে ফুটওয়্যার ৬ কোটি ২৫ লাখ টাকা বিনিয়োগ করে ৫ শতাংশ শেয়ারের মালিক হতে চায়। কুইন সাউথ টেক্সটাইল মিলস ১২ কোটি ৫০ লাখ টাকা বিনিয়োগ করে ১০ শতাংশ শেয়ারের মালিক হতে চায়। নিয়ন্ত্রক সংস্থার অনুমোদন সাপেক্ষে এ সিদ্ধান্ত কার্যকর হবে।

এনটি/রফিক

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়